আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ ১০টি পদে কারা আসছেন, তা চূড়ান্ত করা হয়েছে। দলটির একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে বিবিসি।
সূত্র মতে, দলটির আহ্বায়ক পদে আছেন নাহিদ ইসলাম। সিনিয়র যুগ্ম আহ্বায়কের দুটি পদে আছেন সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব।
সদস্য সচিব পদে আছেন আখতার হোসেন এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিবের দুটি পদে আছেন ডা. তাসনিম জারা ও নাহিদা সারওয়ার নিবা।
এছাড়া দলটির মুখ্য সংগঠক পদে আছেন তিন জন। মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, হাসনাত আব্দুল্লাহ দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক, সারজিস আলম উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক।
আর যুগ্ম মুখ্য সমন্বয়ক পদে আছেন আবদুল হান্নান মাসউদ এবং সালেহ উদ্দিন সিফাত দপ্তর সম্পাদক।
জানা গেছে, নতুন রাজনৈতিক এই দলের নাম ‘জাতীয় নাগরিক পার্টি’। ইংরেজি রূপ হবে ‘ন্যাশনাল সিটিজেনস পার্টি’ (এনসিপি)।
এদিকে শুক্রবার বিকাল ৪টা ২০ মিনিটে রাজাধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে পবিত্র কুরআন তেলাওয়াত দিয়ে শুরু হয়েছে ছাত্রদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান। এতে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দিয়েছেন দেশের বাকি রাজনৈতিক দলের নেতাকর্মীরাও।