০১ মার্চ ২০২৫, শনিবার, ০৫:১৩:১৭ অপরাহ্ন
ডেভিল হান্টে গাজীপুর নগরীতে গ্রেফতার ১৪
  • আপডেট করা হয়েছে : ০১-০৩-২০২৫
ডেভিল হান্টে গাজীপুর নগরীতে গ্রেফতার ১৪

গাজীপুর মহানগরী এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ‘অপারেশন ডেভিল হান্টে’ ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকাল থেকে শুরু হয়ে শনিবার সকাল ৭টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।


শনিবার সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিশেষ শাখা (এসবি)।


ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নগরীর আট থানা এলাকা থেকে ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে  টঙ্গী পশ্চিম থানায় সাতজন, টঙ্গী পূর্ব থানায় চারজন, সদর মেট্রো থানায় দুজন ও গাছা থানা এলাকা থেকে একজনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।



চলতি মাসের ৮ তারিখ থেকে শুরু হওয়া ডেভিল হান্ট অপারেশনে এ পর্যন্ত মহানগরী এলাকা থেকে ৩৮২ জনকে গ্রেফতার করা হয়েছে।


শেয়ার করুন