০৩ মার্চ ২০২৫, সোমবার, ০২:১৫:২০ পূর্বাহ্ন
সাবেক দায়িত্বশীলদের নিয়ে রাজশাহী জেলা জামায়াতের প্রশিক্ষণ কর্মশালা
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ০২-০৩-২০২৫
সাবেক দায়িত্বশীলদের নিয়ে রাজশাহী জেলা জামায়াতের প্রশিক্ষণ কর্মশালা

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা শাখার উদ্যোগে জেলা কার্যালয়ে সাবেক ছাত্র সংগঠনের দায়িত্বশীলদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১লা মার্চ) রাজশাহী জেলার জামায়াত কার্যালয়ে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। 



রাজশাহী জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক কামারুজ্জামানের পরিচালনায় এবং জেলা নায়বে আমীর মাওলানা আব্দুল খালেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী অঞ্চল টিম সদস্য রেজাউর রহমান। 


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা সেক্রেটারি গোলাম মুর্তজা, জেলা কর্মপরিষদ সদস্য তাইফুর রহমান, অধ্যাপক জামিলুর রহমান ও মাওলানা আব্দুল হাইসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়াও নির্ধারিত বিষয়ের উপর আলোচনা রাখেন আমন্ত্রিত আলোচকগণ।


প্রধান অতিথির বক্তব্যে রেজাউর রহমান বলেন, ছাত্র আন্দোলনের দায়িত্বশীল ছিলেন কিন্ত পরবর্তিতে বিভিন্ন কারণে মূল সংগঠনে শপথের জনশক্তিতে রুপান্তরিত হননি তাদের সংগঠনে স্বাগত জানাচ্ছে।আপনারও সংগঠনের কাজকে বেগবান করার জন্য এগিয়ে আসবেন এই প্রত্যাশা করছি বলেও জানান তিনি।  


তিনি আরও বলেন, আপনারা দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন। যে যেখানে থাকুননা কেন আমাদেরকে দ্বীন কায়েমে নিরলস পরিশ্রম করতে হবে। জামায়াত ইসলামীর প্রতি মানুষের ভালোবাসার যে জায়গা তৈরি হয়েছে তা ধারন করতে হবে। কোনভাবে যেন তা নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে বলেও জানান তিনি। 


এদিকে রাজশাহী জেলা আমীর অধ্যাপক আব্দুল খালেক বলেন, ইসলামী আন্দোলন করার কারণে বিভিন্ন সময়ে ছাত্র সংগঠনের দায়িত্বশীলরা জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। দেশ থেকে স্বৈরাচারের বিদায়ের পর ইনসাফভিত্তিক কল্যাণকর রাষ্ট্র গঠনে সাবেক ছাত্র আন্দোলনের দায়িত্বশীল ভাইদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার উদত্ব আহ্বান জানান তিনি।

শেয়ার করুন