২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ০৬:৪০:২৬ অপরাহ্ন
কানাডায় ভয়াবহ ঝড়ে নিহত ৪, বিদ্যুৎহীন ৯ লাখ বাড়ি
  • আপডেট করা হয়েছে : ২২-০৫-২০২২
কানাডায় ভয়াবহ ঝড়ে নিহত ৪, বিদ্যুৎহীন ৯ লাখ বাড়ি কানাডায় ভয়াবহ ঝড়ে নিহত ৪, বিদ্যুৎহীন ৯ লাখ বাড়ি

কানাডার পূর্বাঞ্চলীয় অন্টারিও ও কুইবেক প্রদেশে ভয়াবহ ঝড়ের আঘাতে ৪ জন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। একইসঙ্গে ঝড়ের পর প্রদেশ দু’টির প্রায় ৯ লাখ বাড়ি বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে।


স্থানীয় সময় শনিবার (২১ মে) কানাডীয় কর্তৃপক্ষ এই তথ্য সামনে এনেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।



সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম টুইটারে দেওয়া এক বার্তায় কানাডার অন্টারিও প্রদেশের পুলিশ জানিয়েছে, শক্তিশালী গ্রীষ্মকালীন বজ্রঝড়ে তিন জন প্রাণ হারিয়েছেন। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।


এএফপি বলছে, অন্টারিও প্রদেশে নিহত তিনজনের একজনের ওপর গাছ ভেঙে পড়লে তিনি প্রাণ হারান। মূলত ঝড়ের মধ্যে ওই ব্যক্তি যে ট্রেলারে আশ্রয় নিয়েছিলেন সেখানে গাছ ভেঙে পড়লে প্রাণহানির ঘটনা ঘটে। এছাড়া ঝড়ের মধ্যে হাঁটার সময় গাছ চাপা পড়ে আরেক বৃদ্ধা নিহত হন। নিহত ওই বৃদ্ধার বয়স সত্তরের বেশি।


অন্যদিকে কানাডার কেন্দ্রীয় রাজধানী অটোয়ায় ঝড়ের মধ্যে এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। কিন্তু স্থানীয় পুলিশ নিহত ওই ব্যক্তির বিষয়ে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়েছে।


এছাড়া ঝড়ের মধ্যে প্রাণ হারানো চতুর্থ ব্যক্তি একজন নারী। স্থানীয় পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যম সিবিসি জানিয়েছে, ঝড়ের মধ্যে অটোয়া নদীতে নৌকা চালানোর সময় সেটি ডুবে গেলে পঞ্চাশোর্ধ ওই নারী প্রাণ হারান। অটোয়া নদীটি অটোয়া শহর এবং কুইবেককে পৃথক করেছে।



এদিকে ঝড়ের পর কানাডার পূর্বাঞ্চলীয় দুই প্রদেশের প্রায় ৯ লাখ বাড়ি-ঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অন্টারিও ও কুইবেক প্রদেশে বিদ্যুৎ সরবরাহকারী স্থানীয় প্রতিষ্ঠান হাইড্রো ওয়ান ও হাইড্রো-কিউবেকের অনলাইন গণনা অনুযায়ী, স্থানীয় সময় শনিবার রাতে এই দু’টি প্রদেশের প্রায় ৯ লাখ বাড়ি বিদ্যুৎবিহীন অবস্থায় ছিল।

শেয়ার করুন