১০ মার্চ ২০২৫, সোমবার, ০৫:২৪:৪৩ পূর্বাহ্ন
দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ঘিরে উত্তেজনা, সব টিকিট শেষ
  • আপডেট করা হয়েছে : ০৯-০৩-২০২৫
দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ঘিরে উত্তেজনা, সব টিকিট শেষ

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। হাইভোল্টেজ ম্যাচকে ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে।


ফাইনালের জন্য নির্ধারিত ২৫,০০০ টিকিট ইতোমধ্যেই বিক্রি হয়ে গেছে। সাধারণ গ্যালারির টিকিটের মূল্য ছিল ২৫০ দিরহাম। এক্সক্লুসিভ স্কাই বক্স হসপিটালিটি টিকিটের মূল্য ১২,০০০ দিরহাম। জানা গেছে, টিকিট বিক্রি থেকে আয় হয়েছে প্রায় ৯০ লাখ দিরহাম।


২৫ বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড ও ভারত। ২০০০ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ড ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল। সেই পরাজয়ের প্রতিশোধ নিতে মরিয়া থাকবে ভারত।


২০১৯ ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনাল ও ২০২১ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হারের ক্ষত ভুলতে চাইবে ব্ল্যাক ক্যাপরা। ভারতীয় দল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান যায়নি। টিম ইন্ডিয়া তাদের সব ম্যাচ দুবাইয়ে খেলেছে। অন্য দলগুলোকে পাকিস্তান ও দুবাইয়ের মধ্যে যাতায়াত করতে হলেও ভারতকে খেলতে হয়েছে এক স্টেডিয়ামে।


শেয়ার করুন