রাজশাহীর মোহনপুরে মৌগাছি ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা সভা ও বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ মার্চ) সন্ধ্যায় উপজেলার মৌগাছি বাজার সংলগ্ন বাটুপাড়া কারিগরি কলেজ মাঠে এই সভা ও ইফতার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান থেকে আগামীতে দেশে ইসলামী শরিয়া প্রতিষ্ঠার লক্ষে 'সৃষ্টি আল্লাহর, আইনও চলবে তার' স্লোগানে সব পাড়া-মহল্লায় জনগণের কাছে যাওয়ার ঘোষণা দিয়েছেন দলটির নেতারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী প্রফেসর মো. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন দলটির মোহনপুর উপজেলা আমির মুফাসসিরে কুরআন মাওলানা জিএএম আব্দুল আওয়াল ও নায়েবে আমির ইসলামী গবেষক আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর মৌগাছি ইউনিয়নের আমির বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ ও সমাজসেবক আলহাজ্ব মাওলানা মো. সাদেকুল আলম।
আলোচনা সভায় উপজেলা জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুল আজিজ, শ্রমিক কল্যাণ ফেডারেশন মোহনপুর উপজেলার সভাপতি আবু বকর সিদ্দিক, আদর্শ শিক্ষক ফেডারেশন মোহনপুর উপজেলা সেক্রেটারি মাওলানা এমদাদুল হক, অধ্যাপক আব্দুল মতিন, উপজেলা জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের সহ সম্পাদক সেলিম রেজা, মৌগাছি ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির আয়েজ উদ্দিন, সাবেক ছাত্রশিবির নেতা ফিরোজ আলীসহ জামায়াত এবং এর অঙ্গ সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশন ও ইসলামী ছাত্রশিবিরের অন্যান্য নেতারা বক্তব্য দেন। অনুষ্ঠানে বিএনপি নেতা কামাল হোসেন ও জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং ধর্মপ্রাণ মুসলমানরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী প্রফেসর আবুল কালাম আজাদ বলেন, সব পার্টি দেখা শেষ, আগামী দিনে ইসলামের বাংলাদেশ। ১৭ বছরে স্বৈরাচার সরকার অতিষ্ঠ করে তুলেছিল। আল্লাহর মদদে গুষ্টিসহ বিদায় নিয়েছে। আমরা চাই, বাংলাদেশে কুরআনের আইন চালু করতে। সালাত যেমন ফরজ, দ্বীন ইসলাম কায়েম করা তেমন ফরজ।
জামায়াত নেতারা বলেন, গত ১৫ বছর ৬ মাসে অনেককিছু দেখলাম, অনেক মিশন দেখলাম, দিনের ভোট রাতে দেখলাম, ভোটারবিহীন নির্বাচন দেখলাম, সব দেখা শেষ। আগামীর বাংলাদেশ, কুরআনের বাংলাদেশ। জামায়াত ক্ষমতা নয়, কুরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য লড়াই করে। জল ছাড়া যেমন মাছ বাস করতে পারে না, তেমন ইসলামী আইন ছাড়া মুসলিমরা চলতে পারে না। 'সৃষ্টি আল্লাহর, আইন হবে তাঁর'- স্লোগানে জামায়াত নেতারা পাড়া-মহল্লায় জনগণের কাছে যাবে বলেও ঘোষণা দেন দলটির নেতারা।
জামায়াতে ইসলামীর মৌগাছি ইউনিয়ন আমির আলহাজ্ব মাওলানা সাদেকুল আলম জানান, দীর্ঘ কয়েক বছর পর এবার উৎসবমুখরভাবে ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। সফলভাবে সম্পন্ন করায় ইউনিয়নের সর্বস্তরের নেতাকর্মীকে ধন্যবাদ জ্ঞাপন করে উর্ধতন সংগঠনের নির্দেশনার আলোকে আগামী নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার আহবানও জানান তিনি।
এদিন অনুষ্ঠান শেষে মাগরিব নামাজের পর জামায়াত নেতৃবৃন্দকে নিয়ে মৌগাছি বাজারে গণসংযোগ করেন দলটির মনোনীত এমপি প্রার্থী আবুল কালাম আজাদ। গণসংযোগে সমর্থন ও দোয়া প্রার্থনা করেন তিনি। এ সময় জামায়াত মনোনীত প্রার্থীকেই ভোট দিয়ে নির্বাচিত করার প্রতিশ্রুতি দেন স্থানীয়রা। গণসংযোগে উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুল আজিজ ও মৌগাছি ইউনিয়ন আমির মাওলানা সাদেকুল আলমসহ অন্যান্য নেতারা অংশ নেন।