১৪ মার্চ ২০২৫, শুক্রবার, ০২:০৯:০২ অপরাহ্ন
সাবিনা ইয়াসমিনকে নিয়ে সুখবর দিলেন আসিফ
  • আপডেট করা হয়েছে : ১৩-০৩-২০২৫
সাবিনা ইয়াসমিনকে নিয়ে সুখবর দিলেন আসিফ

গত মাসে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন দেশবরেণ্য সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন। তার শরীরের অবস্থা এখন ভালো। এরই মধ্যে এই সংগীতশিল্পীকে নিয়ে সুখবর দিলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। জানালেন, এবার মহান স্বাধীনতা দিবসে সাবিনা ইয়াসমিনের সঙ্গে নতুন একটি দেশাত্মবোধক গান নিয়ে হাজির হচ্ছেন তিনি।


সাবিনা ইয়াসমিনের সঙ্গে বেশ কিছু ডুয়েট গান গাইলেও ‘আমার পতাকা লাল সবুজে আঁকা’ শিরোনামে গানটি হতে যাচ্ছে তাদের প্রথম অডিও গান বলে জানান আসিফ।


গানটির কথা লিখেছেন গীতিকবি মনিরুজ্জামান মনির। সুর ও সঙ্গীতে আছেন মনোয়ার হোসাইন টুটুল। গানটির মিউজিক ভিডিও করছেন সৈকত রেজা।


স্টুডিওতে সাবিনা ইয়াসমিন ও আসিফ আকবরসহ গান সংশ্লিষ্টরা। ছবি: সংগৃহীত


বুধবার (১২ মার্চ) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে আসিফ লিখেছেন, ‘মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রকাশিত হতে যাচ্ছে ‘আমার পতাকা লাল সবুজে আঁকা’ শিরোনামে একটি গান। দ্বৈত কণ্ঠের এই গানটিতে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের সুরের আকাশের জীবন্ত কিংবদন্তী শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন আপা, সঙ্গে আছি আমি আসিফ আকবর।’


তিনি বলেন, ‘বাংলা সিনেমায় সাবিনা আপার সাথে বেশ কিছু ডুয়েট গান গাইলেও অডিও গান এই প্রথম। সাবিনা আপার গায়কী এখনো আদি এবং অকৃত্রিম। কথা সুর সঙ্গীত মিলিয়ে বাংলা গানের ভাণ্ডারে নতুন একটি দেশাত্মবোধক গান সংযুক্ত হতে যাচ্ছে।’


শেয়ার করুন