১৪ মার্চ ২০২৫, শুক্রবার, ০১:০৯:৫৫ পূর্বাহ্ন
অমিতাভের নায়িকার মৃত্যু নিয়ে রহস্যের ধূম্রজাল
  • আপডেট করা হয়েছে : ১৩-০৩-২০২৫
অমিতাভের নায়িকার মৃত্যু নিয়ে রহস্যের ধূম্রজাল

মাত্র ২১ বছর বয়সে চলে যান বলিউডের বর্ষীয়ান অভিনেতা শাহেনশাহ অমিতাভ বচ্চনের ‘সূর্যবংশম’ ছবির নায়িকা সৌন্দর্য। তার প্রতিভার সৌন্দর্যে মুগ্ধ ছিল তামাম দেশ। এত অল্প বয়সে ‘সূর্যবংশম’ সিনেমায় বিগ বির নায়িকার ভূমিকায় অভিনয় করে সাড়া ফেলে দিয়েছিলেন দক্ষিণী অভিনেত্রী সৌন্দর্য। তিনি বিমান দুর্ঘটনায় নয়, তাকে হত্যা করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। 


২১ বছর আগে তিনি যখন চলে যান, শোকে বাকরুদ্ধ হয়েছিল বলিউড ও দক্ষিণী বিনোদন দুনিয়া। সেই সময়ের খবর অনুযায়ী, এক বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় তার। ভাইকে সঙ্গে নিয়ে অভিনেত্রী তেলেগু দেশম পার্টির একটি রাজনৈতিক প্রচার অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। আরও মর্মান্তিক বিষয়, সৌন্দর্য সেই সময় অন্তঃসত্ত্বা ছিলেন। অর্থাৎ একটি দুর্ঘটনা দুটি প্রাণ কেড়ে নিয়েছিল। জনৈক এডুরুগাটলা চিট্টিমাল্লু স্থানীয় থানায় অভিনেতা মোহন বাবুর বিরুদ্ধে অভিনেত্রী সৌন্দর্যকে খুন করার অভিযোগ দায়ের করেছেন।


২১ বছর পর প্রয়াত অভিনেত্রী সৌন্দর্য নতুন করে শিরোনামে এলেন। অন্ধ্রপ্রদেশের খাম্মাম জেলার জনৈক এডুরুগাটলা চিট্টিমাল্লু স্থানীয় থানায় চিত্রতারকা মোহন বাবুর বিরুদ্ধে সৌন্দর্যকে খুন করার অভিযোগ দায়ের করেছেন। তার অভিযোগ— মোহন বাবুর সঙ্গে সম্পত্তি নিয়ে বিরোধ বেঁধেছিল প্রয়াত অভিনেত্রী সৌন্দর্য ও তার ভাইয়ের। অভিনেতা শামশাবাদের জলপল্লী গ্রামে সৌন্দর্য ও তার ভাইয়ের ছয় একরের একটি জমি কিনতে চেয়েছিলেন, যা বিক্রি করতে রাজি ছিলেন না প্রয়াত অভিনেত্রী। তার পরেই এই বিবাদ। পরে জানা যায়, অভিনেত্রীর মৃত্যুর পর ওই জমিটি অবৈধভাবে দখল করেন ‘শকুন্তলম’ অভিনেতা।


অভিযোগকারী শুধুই অভিযোগ জানিয়ে থেমে যাননি। তিনি খাম্মাম এসিপি ও খাম্মাম জেলা কর্মকর্তার কাছে অনুরোধ জানিয়েছেন, সরকার যেন জমিটি অধিগ্রহণ করে জনকল্যাণমূলক কাজে ব্যবহার করে। পাশাপাশি মোহন বাবুর নামে থানায় অভিযোগ জানানোর ফলে তার প্রাণ বিপণ্ণ হতে পারে বলেও মনে করেন তিনি। সেই জন্য প্রশাসনের কাছে বাড়তি নিরাপত্তাও চেয়েছেন।


শেয়ার করুন