১৯ মার্চ ২০২৫, বুধবার, ০৪:৫২:১৯ অপরাহ্ন
গাড়িতে ৩৭ লাখ টাকা: গাইবান্ধা এলজিইডির সেই প্রকৌশলী সাময়িক বরখাস্ত
  • আপডেট করা হয়েছে : ১৯-০৩-২০২৫
গাড়িতে ৩৭ লাখ টাকা: গাইবান্ধা এলজিইডির সেই প্রকৌশলী সাময়িক বরখাস্ত

গাইবান্ধা এলজিইডির সেই নির্বাহী প্রকৌশলী মোঃ ছাবিউল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিব মো. নিজাম উদ্দিনের স্বাক্ষর করা প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। 


মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে নাম প্রকাশে অনিচ্ছুক গাইবান্ধা এলজিইডি কার্যালয়ে কর্মরত এক কর্মকর্তা এ বিষয়টি গণমাধ্যম কর্মীদের অবগত করেন।


প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, যেহেতু আপনি মো. ছাবিউল ইসলাম, নির্বাহী প্রকৌশলী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), গাইবান্ধা এর বিরুদ্ধে কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে কর্মস্থল ত্যাগ করার অভিযোগ করা হয়েছে এবং আপনার গাড়িতে অবৈধ অর্থ বহন ও তা যৌথ বাহিনী কর্তৃক জব্দ করার বিষয়টি জাতীয় দৈনিকে প্রকাশিত হয়েছে। আপনার এহেন কার্যকলাপের পরিপ্রেক্ষিতে আপনার বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা, ২০১৮এর বিধি ৩(খ) ও (ঘ) অনুসারে যথাক্রমে অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। এবং সেহেতু সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা ২০১৮ এর বিধি ১২ (১) অনুসারে আপনি মোঃ ছাবিউল ইসলাম নির্বাহী প্রকৌশলী, এলজিইডি, গাইবান্ধা-কে সাময়িক বরখাস্ত করা হলো। উল্লেখ্য, সাময়িক বরখাস্তকালীন আপনি বিধি মোতাবেক খোরপোষ ভাতা প্রাপ্য হবেন। 


এদিকে বরখাস্ত হওয়ার বিষয়ে জানতে মঙ্গলবার রাত ১১টায় ছাবিউল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি।


এর আগে গত রোববার এলজিইডির প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) আবদুর রশীদ মিয়া গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলামকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেন।


নাটোরের সিংড়া থানার ওসি আসমাউল হক জানান, গত বৃহস্পতিবার রাতে প্রকৌশলী ছাবিউল ইসলাম একটি প্রাইভেট কার যোগে গাইবান্ধা থেকে রাজশাহী যাচ্ছিলেন। পথে নাটোরের সিংড়া উপজেলার চলনবিল গেট এলাকায় যৌথ বাহিনী গাড়িটি থামিয়ে তল্লাশির সময় গাড়ির পেছনের ডালা থেকে ৩৬ লাখ ৯৪ হাজার ৩০০ টাকা উদ্ধার করে। পরে তাঁকে ও গাড়ির চালককে সিংড়া থানায় নিয়ে যাওয়া হয়। 


তিনি আরও জানান, তদন্তকারী কর্মকর্তা তলব করামাত্র হাজির হবেন, শুক্রবার সন্ধ্যায় এমন শর্তে মুচলেকা দিয়ে ছাড়া পান ছাবিউল ইসলাম। এ সময় তিনি ওই টাকা তাঁর জমি বিক্রির টাকা বলে দাবি করেন। তবে এর সমর্থনে ছাবিউল কোনো প্রমাণ দিতে না পারায় পুলিশ ওই টাকা ও টাকা বহনকারী গাড়িটি জব্দ করে। পরে আদালতের নির্দেশে ওই টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়া হয়। 


গাইবান্ধা এলজিইডি ও সাঘাটা উপজেলা প্রকৌশলীর কার্যালয় সুত্রে জানা যায়, ছাবিউল ইসলাম বিগত ২০০৫ সালের ২১ ডিসেম্বর গাইবান্ধার সাঘাটা উপজেলা প্রকৌশলী হিসেবে যোগদেন। সাময়িক বরখাস্ত হওয়ার আগ পর্যন্ত তিনি গাইবান্ধা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী হিসাবে কর্মরত ছিলেন। দীর্ঘ ২১ বছর তিনি গাইবান্ধা জেলাতেই কর্মরত ছিলেন। মাঝখানে ২০২১ সালের ১২ সেপ্টেম্বর তাকে বরিশালে বদলি করা হলেও মাত্র ২৩ দিনের মাথায় আবারও গাইবান্ধায় চলে আসেন। 


শেয়ার করুন