০৩ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ০১:৩২:০৬ অপরাহ্ন
ভারতের বিপক্ষে জয় সম্ভব-বিশ্বাস কাবরেরার
  • আপডেট করা হয়েছে : ২০-০৩-২০২৫
ভারতের বিপক্ষে জয় সম্ভব-বিশ্বাস কাবরেরার

ভারতের বিপক্ষে লম্বা সময় ধরে জয়ের স্বাদ পায়নি বাংলাদেশ। বারবার এক বুক প্রত্যাশার কথা ম্যাচের আগে শোনা গেলেও মাঠে গিয়ে মুখ থুবড়ে পড়ে দল। 


সবশেষ সাফের ম্যাচে যেবার মুখোমুখি হয় দুই দল, সেবারও শুরু থেকে এগিয়ে থেকে শেষ মুহূর্তে গোল হজম করে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল বাংলাদেশের। তবে এবার জয় নিয়েই ফিরতে চায় জামালরা। আর দল নিয়ে বেশ আত্মবিশ্বাসী কোচ হ্যাভিয়ের কাবরেরাও। 


আগামী ২৫ মার্চ শিলংয়ে অনুষ্ঠিতব্য ২০২৭ এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের। মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। 


ম্যাচের আগে বুধবার (১৯ মার্চ) শেষবারের মতো দেশে অনুশীলন শেষে আজ ঢাকা ছাড়বে দল। এর আগে, গণমাধ্যমের মুখোমুখি হয়ে দলের বর্তমান অবস্থা ও প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন প্রধান কোচ। ভারতকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে শক্তিশালী দল হিসেবে বিবেচনা করা হয়। মাঠে তাদের দাপট দেখার মতো থাকে। র‍্যাংকিংয়ের হিসাবেও বাংলাদেশের থেকে ঢের এগিয়ে তারা। তবে লাল-সবুজের কোচ কাবরেরা আত্মবিশ্বাসী যে, তার দল জয়ের জন্য প্রস্তুত। 


বুধবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, 'আমরা ভারতের শক্তি সম্পর্কে জানি। তারা র‍্যাংকিংয়ে এগিয়ে, তবে আমরা দৃঢ়প্রতিজ্ঞ যে, আমরা জয় পেতে পারি। আমাদের অনুশীলনের ধরন এবং খেলোয়াড়দের মানসিকতা দেখে আমি আত্মত্মবিশ্বাসী।' 


কোচের এই আত্মবিশ্বাসের কারণ, তার দলে রয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা খেলোয়াড় হামজা দেওয়ান চৌধুরী। যদিও এখনো জাতীয় দলের হয়ে অভিষেক হয়নি তার। তবুও দলের সঙ্গে হামজার যুক্ত হওয়াটাই বড় করে দেখছেন তিনি। এ প্রসঙ্গে বলেন, 'হামজা দলে যোগ দেওয়ার ফলে আমাদের দল আরো শক্তিশালী হয়েছে। সে একজন অভিজ্ঞ খেলোয়াড় এবং তার উপস্থিতি আমাদের জয়ের সম্ভাবনা অনেকটাই বাড়িয়ে দিয়েছে। কোচের মতে, হামজা দীর্ঘ মেয়াদে দলের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছেন এবং তার অন্তর্ভুক্তি ভবিষ্যতে দলের পারফরম্যান্সকে আরো উন্নত করবে। 


গতকাল যদিও কোচ কৌশলগত কারণেই এড়িয়ে গিয়েছেন মূল একাদশে হামজাকে রাখার বিষয়টি। বলেন, 'এখনো হালকা চালের পাঁচটি অনুশীলন সেশন বাকি আছে। একাদশ নিয়ে। আমাদের অবশ্যই ধারণা আছে। ইতিমধ্যে ১৯ দিনের ক্যাম্প শেষ হয়ে গেছে। আমরা এখনো চূড়ান্ত লাইনআপ সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করিনি। এটা একদিক থেকে ভালো ব্যাপার। কারণ, অনুশীলন সেশনগুলোতে খেলোয়াড়দের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা দেখতে পাবেন। অনেক তাড়না দেখিয়েছে সবাই, সবাই একাদশে থাকতে চায়। শেষ সেশন পর আমরা লাইনআপ চূড়ান্ত করতে পারব।' দলের বর্তমান মানসিক পরিবর্তন নিয়ে কাবরেরা আরো বলেন, 'প্রথম কয়েক সপ্তাহ আমরা কৌশলগত প্রস্তুতির ওপর বেশি গুরুত্ব দিয়েছি। তবে এখন আমাদের মূল লক্ষ্য হলো মানসিকতা গঠন করা, যাতে খেলোয়াড়রা নিজেদের জয়ের জন্য পুরোপুরি প্রস্তুত করতে পারে। আমরা নিজেদের সক্ষমতা নিয়ে আত্মবিশ্বাসী। অনুশীলনে আমাদের খেলোয়াড়রা প্রচুর পরিশ্রম করেছে এবং আমরা ইতিহাস গড়ার লক্ষ্য নিয়ে মাঠে নামব।'


শেয়ার করুন