১৭ এপ্রিল ২০২৪, বুধবার, ০৩:৫৭:৩৪ পূর্বাহ্ন
বিভ্রান্ত ও বিরক্ত তারকাশিল্পীরা
  • আপডেট করা হয়েছে : ২৯-১১-২০২২
বিভ্রান্ত ও বিরক্ত তারকাশিল্পীরা

প্রযুক্তির কল্যাণে এখন যোগাযোগ ব্যবস্থা মানুষের হাতের মুঠোয়। বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষ এখন মুহূর্তের মধ্যেই খবরাখবর নিতে পারছেন খুব সহজেই। সাধারণ মানুষের পাশাপাশি দেশের বিনোদন অঙ্গনের তারকারাও নিজের কাজের আপডেট ভক্ত অনুসারী ও গণমাধ্যমকে জানাতে পারছেন। তারকাদের প্রতি সাধারণ মানুষের আগ্রহ অনেক আগে থেকেই। স্বভাবতই তাদের কর্মকাণ্ডের প্রতি নজর রাখেন তারা। ঠিক এ সুযোগেরই অপব্যবহার করছে এক শ্রেণির প্রতারক। তারকাদের নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে প্রতারণা করে যাচ্ছে নিয়মিত। আর এ কাজটি বেশি হচ্ছে ফেসবুকে। যদিও বেশিরভাগ তারকারই ভেরিফায়েড অ্যাকাউন্ট আছে ফেসবুকে। সেগুলো ‘ব্লু-ব্যাজ’ অর্থাৎ নীল টিকযুক্ত। এর বাইরেও অনেক তারকাশিল্পী আছেন যাদের পেজ ভেরিফায়েড কিন্তু অ্যাকাউন্ট ভেরিফায়েড নয়, এমন অ্যাকাউন্টগুলোর প্রতিই প্রতারকদের নজর বেশি। আবার অনেক তারকা আছেন যারা ফেসবুক ব্যবহার করেন না, তাদের কোনো অ্যাকাউন্টই নেই, তাদের নামেও অ্যাকাউন্ট খুলে প্রতারণা করা হচ্ছে। এসব অ্যাকাউন্ট থেকে এমনভাবে পোস্ট করা হয়, যাতে মনে হয় এটা আসলই। সাধারণ মানুষ তো বটেই, সংস্কৃতি অঙ্গনের অনেকেই না বুঝে এসব অ্যাকাউন্টের বন্ধু তালিকায় যুক্ত হচ্ছেন। বলা যায় প্রায় সব তারকার নামেই ভুয়া অ্যাকাউন্ট রয়েছে।

এসব ভুয়া অ্যাকাউন্টের কারণে বেশ বিরক্ত প্রকাশ করেছেন দেশের প্রথম সারির বেশ ক’জন তারকাশিল্পী। এ প্রসঙ্গে প্রখ্যাত অভিনেত্রী কিংবদন্তি শবনম বলেন, ‘আমার নিজের ফেসবুক আইডি আছে। সেটার নাম হলো ঝরনা বসাক। অথচ আমার নামে ভুয়া ফেসবুক আইডি খুলে কে যেন আমার কাছের মানুষদেরই রিকোয়েস্ট পাঠাচ্ছে। এতে আমি খুব বিরক্তিবোধ করছি। আমার বয়স হয়েছে। অভিনেত্রী পরিচয় বাদ দিলাম, একজন সিনিয়র সিটিজেন হিসাবেও তো বিবেচনা করা উচিত! এভাবে হেয় করার মানে কী? এটা তো কোনো সভ্য কাজের মধ্যে পড়ে না। আমার শুভাকাক্সক্ষীরা এতে বিভ্রান্ত হচ্ছেন। আমি অনুরোধ করছি, এ ধরনের ঘৃণ্য কাজ থেকে দূরে থাকার জন্য।’

এদিকে অভিনেত্রী আফসানা মিমির নামেও গত দুই মাস থেকে একটি অ্যাকাউন্ট খুলে গণমাধ্যমকর্মীসহ মিডিয়ার সবার কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হচ্ছে। অথচ এটি একটি ভুয়া অ্যাকাউন্ট। এ প্রসঙ্গে আফসানা মিমি বলেন, ‘আমাকে অনেকেই ফোন করে জানতে চেয়েছেন আমার কোনো ফেসবুক আইডি আছে কিনা। আমি সবাইকে স্পষ্ট জানিয়ে দিতে চাই যে আমার ফেসবুকে কোনো আইডি নেই। যারা না জেনে এমন ভুয়া আইডির সঙ্গে সম্পৃক্ত আছেন তারা নিজ দায়িত্বে সেখান থেকে সরিয়ে নিবেন।’

২৭ নভেম্বর ‘সাদিকা পারভীন পপি’ নামে একই অ্যাকাউন্ট থেকে পোস্ট দেওয়া হয় ‘আমার বান্ধবী কাজী শারমিন নাহিদ নূপুর (শাবনূর)-এর জন্য সবাই দোয়া করবে।’ এই পোস্টের পর অনেকেই যুগান্তরের বিনোদন বিভাগে ফোন করে জানতে চেয়েছেন শাবনূরের কী হয়েছে। সেই পোস্টের নিচেও ঘটনা জানতে চেয়েছেন মন্তব্যকারীর। আসলে এটি একটি ভুয়া অ্যাকাউন্ট। পপি এ মুহূর্তে মিডিয়ায় নেই। তিনি কোনো ফেসবুক অ্যাকাউন্টও পরিচালনা করছেন না। তার অ্যাকাউন্টটি বন্ধ রয়েছে দীর্ঘদিন। পপি সম্পর্কে খোঁজ নিতে বোন সোমার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি যুগান্তরকে জানান, ‘পপির কোনোই ফেসবুক অ্যাকাউন্ট নেই। যে বা যারা না জেনে তার বোনের নামে ভুয়া অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত আছেন তারা কোনোরকম বাজে পরিস্থিতির মুখোমুখি হলে তার দায়ভার তাদের নিজেকেই নিতে হবে।’

এদিকে শাবনূরও অসুস্থ নন। খোঁজ নিয়ে জানা গেছে, তিনি অস্ট্রেলিয়ায় ভালো আছেন, সুস্থ আছেন। ফেসবুকে শাবনূরের যে পেজ রয়েছে সেটি ভেরিফায়েড। তার নামে ফেক অ্যাকাউন্ট থেকে এর আগে টাকাও চাওয়া হয়েছে। এ নিয়ে বেশ বিরক্ত শাবনূর। নিজের আসল অ্যাকাউন্ট ও ভেরিফায়েড পেজ থেকে ভুয়া অ্যাকাউন্টের বিষয়ে বারবার সতর্ক করে পোস্টও দিয়েছেন তিনি।

এ ছাড়া বিভিন্ন সময় প্রখ্যাত অভিনেত্রী ববিতা, রোজিনা, সংগীতশিল্পী বাপ্পা মজুমদার ভুয়া অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য থানায় সাধারণ ডাইরি করেছেন বলেও জানা গেছে। জনপ্রিয় সংগীতশিল্পী জেমসের নামেরও একাধিক ভুয়া অ্যাকাউন্ট রয়েছে। এগুলো নিয়েও তিনি বিভিন্ন সময় বিরক্তি প্রকাশ করেছেন।

শেয়ার করুন