২৮ এপ্রিল ২০২৪, রবিবার, ০৩:৪১:০৬ পূর্বাহ্ন
মহাখালীতে পেট্রল পাম্পে বিস্ফোরণ: দগ্ধ ৮ জনের ৪ জন মারা গেলেন
  • আপডেট করা হয়েছে : ১১-১২-২০২৩
মহাখালীতে পেট্রল পাম্পে বিস্ফোরণ: দগ্ধ ৮ জনের ৪ জন মারা গেলেন

রাজধানীর মহাখালী রয়েল পেট্রল পাম্পে গ্যাস পাইপ থেকে বিস্ফোরণে আটজন দগ্ধের ঘটনায় মাসুম (২৩) নামে আরও একজন মারা গেছেন। তাঁর শরীরের ৬০ শতাংশ দগ্ধ হয়েছিল। এ নিয়ে এই ঘটনায় মৃতের সংখ্যা ৪। 


আজ সোমবার সকাল ৮টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান তিনি। 


তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম। তিনি জানান, মাসুমের শ্বাসনালিসহ শরীরের ৬০ শতাংশ দগ্ধ হয়েছিল। 


তরিকুল ইসলাম জানান, এই ঘটনায় রানা ৫ শতাংশ, মামুন ৫ শতাংশ, জীবন ৮ শতাংশ ও কামাল ১৫ শতাংশ দগ্ধ নিয়ে ভর্তি আছেন। 


মৃত মাসুমের খালা পারভিন জানান, মাসুমের বাড়ি নোয়াখালীর সোনাইমুরি উপজেলার রামনাথপুর গ্রামে। বাবার নাম সালাউদ্দিন। বর্তমানে থাকতেন তেজগাঁও নাখালপাড়ায়। ওই পাম্পের অপারেটর ছিলেন তিনি। 


এর আগে, বুধবার (৬ ডিসেম্বর) রাত ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরদিন বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আবুল খায়ের। রোববার রাতে মারা যান সালাউদ্দিন। সোমবার সকাল সাড়ে ৭টায় মারা যান আমির হোসেন শুভ (৩৫)।


শেয়ার করুন