২৪ এপ্রিল ২০২৪, বুধবার, ০৪:৩২:১৮ অপরাহ্ন
‘তুরস্কের কথাবার্তা কঠিন হয়ে গেছে’
রাজশাহী নিউজ ডেস্ক :
  • আপডেট করা হয়েছে : ১৮-০৫-২০২২
‘তুরস্কের কথাবার্তা কঠিন হয়ে গেছে’

ফিনল্যান্ড ও সুইডেন তুরস্কের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাতে পারবে বলে আশা প্রকাশ করেছেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিস্তো।

মঙ্গলবার দেশটির সংসদে দেওয়া একটি ভাষণে প্রেসিডেন্ট জানিয়েছেন, ৩০ সদস্যের সামরিক জোট ন্যাটোতে যোগ দিতে তুরস্কের পক্ষ থেকে যে সব বাধা সৃষ্টি করা হচ্ছে সেগুলোও তারা অতিক্রম করতে পারবেন।

তবে প্রেসিন্টে সাউলি নিনিস্তো বলেছেন, গত কয়েকদিনে তুরস্কের কথাবার্তা কঠিন হয়ে গেছে।

এ ব্যাপারে সাউলি নিনিস্তো বলেন, গত কয়েকদিনে তুরস্কের কথাবার্তা অনেক বেশি পরিবর্তন হয়ে গেছে এবং কঠিন হয়ে গেছে।

তিনি আরও বলেন, কিন্তু আমি নিশ্চিত, আলোচনার মাধ্যমে আমরা এ পরিস্থিতির সমাধান করতে পারব।

এদিকে সোমবার ফিনল্যান্ড-সুইডেনের ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়টি নিয়ে একটি সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়্যেপ এরদোগান বলেন, সেসব দেশকে, যারা তুরস্কের ওপর নিষেধাজ্ঞা দেয়, তাদের ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়টিকে আমরা ‘হ্যাঁ’ বলব না।

সিরিয়ায় সামরিক অভিযান চালানোর কারণে ২০১৯ সালে তুরস্কের কাছে অস্ত্র বিক্রির ওপর নিষেধাজ্ঞা দেয় সুইডেন। সে বিষয়টির কথাই উল্লেখ করেছেন এরদোগান।

তাছাড়া এ দুটি দেশকে জঙ্গীদের আতুর ঘর হিসেবেও উল্লেখ করেন তার্কিস প্রেসিডেন্ট।

শেয়ার করুন