০৩ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ০১:২৮:৪২ অপরাহ্ন
এদারসনের পর বেকারও নেই, আর্জেন্টিনার গোল ঠেকাবেন কে?
  • আপডেট করা হয়েছে : ২২-০৩-২০২৫
এদারসনের পর বেকারও নেই, আর্জেন্টিনার গোল ঠেকাবেন কে?

ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা-ব্রাজিল। দুদলের ম্যাচ মানেই যেন বাড়তি উত্তেজনা। জমে উঠে কথার লড়াই। মাঠেও যার প্রভাব চোখে পড়ে বেশ। প্রায়শই দুদলের ফুটবলাররা জড়িয়ে পড়েন হাতাহাতিতে। এই অবস্থায় বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আগামী ২৬ মার্চ মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা।


এই ম্যাচের আগে এখন বড় দুশ্চিন্তায় ব্রাজিল। আর সেই দুশ্চিন্তাটা গোলরক্ষককে নিয়ে। দলটির তারকা গোলরক্ষক এদারসন নেই আগে থেকেই। সবশেষ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে চোট পেয়েছেন আরেক তারকা গোলরক্ষক আলিসন বেকার। যে কারণে তিনিও খেলতে পারবেন না আর্জেন্টিনার বিপক্ষে। তাই এই মুহূর্তে বড় প্রশ্ন হয়ে উঠেছে কে ঠেকাবেন অপ্রতিরোধ্য আর্জেন্টিনার শেষ শট? 


কলম্বিয়ার বিপক্ষে সবশেষ ম্যাচে ব্রাজিলের ২-১ গোলে জয়ের ম্যাচে দ্বিতীয়ার্ধে সংঘর্ষে মাথায় চোট পান দাভিনসন সানচেস ও আলিসন। যে কারণে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন কলম্বিয়ান ডিফেন্ডার সানচেস। অন্যদিকে স্ট্রেচারে উঠতে না হলেও মাঠ ছাড়তে হয়েছে বেকারকে।


বেকারের ক্লাব লিভারপুল এক বিবৃতিতে জানিয়েছে, ব্রাজিল ছেড়ে ইংল্যান্ডে ফিরে যাচ্ছেন তিনি। অর্থাৎ আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামা হচ্ছে না লিভারপুলের এই রক্ষা কবজকে। বিবৃতিতে বলা হয়েছে, ‘মার্সিসাইডে ফিরে আসছে আলিসন। সেখানে লিভারপুলের চিকিৎসকরা তার অবস্থা পরীক্ষা-নিরীক্ষা করবেন।’


এই অবস্থায় ব্রাজিলের শেষ রক্ষা কবজ হবেন কে তা নিয়ে উঠেছে প্রশ্ন। এক্ষেত্রে অবশ্য খুব বেশি বিকল্পও সামনে নেই কোচ দরিভাল জুনিয়রের সামনে। সবশেষ ম্যাচে বেকারের বদলি হিসেবে নামা বেন্টুকে দেখা যেতে পারে গোলবারের নিচে। আল নাসরের হয়ে খেলা এই গোলরক্ষকেই ভরসা রাখতে হবে পারে পাঁচবারের বিশ্বকাপজয়ীদের। তবে তিনি সেই দায়িত্ব বর্তমান ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে কতটা সমাল দিতে পারবেন সেই প্রশ্ন থেকেই যায়।


শেয়ার করুন