২০ মে ২০২৫, মঙ্গলবার, ০৯:৩২:০৭ অপরাহ্ন
রংপুরের পাগলাপীর এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৯ জন আহত হয়েছেন।
  • আপডেট করা হয়েছে : ০৭-১২-২০২৩
রংপুরের পাগলাপীর এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৯ জন আহত হয়েছেন।

বুধবার (৬ ডিসেম্বর) রাত ১০টায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর জেলা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুশান্ত কুমার সরকার।
আহতরা হলেন: রেজাউল (৪৮), চয়ন (২৪), সোহেল (২৮), দুলাল (৩২), মুরাদ (২৪), সন্তোষ (৪৫), আবু তালেব (৪০), মনাতোষ (৪৫), লাভলি (২৫)। এদিকে হাসপাতাল সূত্রে জানা যায়, আহতদের মধ্যে ট্রাক চালকের অবস্থা আশঙ্কাজনক। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের কোনো খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রংপুর-ডালিয়া সড়কে মাহি নামের একটি বাস পাগলাপীর থেকে ডালিয়ার উদ্দেশ্য রওনা দিলে পাগলাপীর এলাকার পাঠান পাড়ায় আলুবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসে থাকা যাত্রীসহ আহত হয়েছেন ৯ জন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন