ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মাঠে নামার আগে হার্ট অ্যাটাক হয়েছে তামিম ইকবালের। তৎক্ষণাৎ তাকে সাভারের কেপিজে বিশেষায়িত হাসপাতালে নেওয়া হয়। সেখানে তামিমের হার্টে রিং পরানো হয়েছে। এখন তিনি সিসিইউতে (কার্ডিয়াক কেয়ার ইউনিট) ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রয়েছেন বলে জানিয়েছে চিকিৎসকরা।
সাভারের কেপিজে বিশেষায়িত হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রাজীব জানান, ‘তামিম ভাই আজ সকালে সাড়ে ৯টার দিকে অসুস্থ হয়ে পড়েন। তখন তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসার পর চিন্তা করেছিলাম, তাকে ঢাকায় স্থানান্তর করা যেতে পারে, কিন্তু অবস্থার অবনতি হওয়ায় সেটি সম্ভব হয়নি। কিছুক্ষণ পর তার কন্ডিশন আরও ক্রিটিক্যাল হয়ে যায়, তখনই প্রয়োজনীয় সব চিকিৎসা দেওয়া হয়।’
তিনি আরও বলেন, ‘তামিমের একটি হার্ট অ্যাটাক হয়েছে। তাই দ্রুত এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি ও স্টেন্টিং করা হয়েছে। আল্লাহর রহমতে স্টেন্টিং খুব স্মুথলি ও এফিশিয়েন্টলি হয়েছে। ডাক্তার মারুফ এই প্রক্রিয়া সম্পন্ন করেছেন। এখন ব্লকটি পুরোপুরি চলে গেছে। তবে তামিম এখনও ক্রিটিক্যাল পর্যায়ে আছেন, তাই পর্যবেক্ষণে রাখা হয়েছে। ৪৮ ঘণ্টা পর্যন্ত নিবিড় পর্যবেক্ষণে থাকবেন তিনি।’
এর আগে সোমবার (২৪ মার্চ) বিকেএসপির ৩ নম্বর মাঠে ডিপিএলের অষ্টম রাউন্ডের ম্যাচে মাঠে নামার সময় অসুস্থ হয়ে পড়েন তামিম। শুরুতে গ্যাস্ট্রিকের ব্যথা মনে করা হলেও পরে অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে এনজিওগ্রামের পর জানা যায়, অল্প সময়ের ব্যবধানে তার দুইবার হার্ট অ্যাটাক হয়েছিল।