৩১ মার্চ ২০২৫, সোমবার, ০৯:৫১:৪৪ অপরাহ্ন
লালপুরে স্বাধীনতা দিবস উদযাপন
  • আপডেট করা হয়েছে : ২৬-০৩-২০২৫
লালপুরে স্বাধীনতা দিবস উদযাপন

নাটোরের লালপুরে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।


বুধবার (২৬ মার্চ- ২০২৫) লালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে প্রত্যুষে ৩১বার তপোধ্বনি, শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন, কুচকাওয়াজ, মনোজ্ঞ ডিসপ্লে, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সহ নানা আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।


 এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুল কবির, লালপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) নাজমুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল্লাহ, একাডেমিক সুপারভাইজার সা’দ আহমাদ শিবলী, বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য সহ উপজেলার বিভিন্ন পর্যাযের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও লালপুর পাবলিক লাইব্রেরি সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করা হয়।


শেয়ার করুন