২১ এপ্রিল ২০২৫, সোমবার, ১০:০৪:৪৭ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রে বাতিল হওয়া শিক্ষার্থী ভিসার বেশিরভাগই ভারতীয়, রয়েছে বাংলাদেশিও
  • আপডেট করা হয়েছে : ১৯-০৪-২০২৫
যুক্তরাষ্ট্রে বাতিল হওয়া শিক্ষার্থী ভিসার বেশিরভাগই ভারতীয়, রয়েছে বাংলাদেশিও

ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে। এ নিয়ে বিদেশি শিক্ষার্থীদের মধ্যে বাড়ছে উদ্বেগ। খবর ইন্ডিয়া টুডের। 



আমেরিকান অভিবাসন আইনজীবী সমিতির (এআইএলএ) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে সম্প্রতি বাতিল হওয়া ৩২৭টি শিক্ষার্থী ভিসার মধ্যে প্রায় ৫০ শতাংশই ভারতীয় শিক্ষার্থীদের। এ ছাড়া ভিসা বাতিল হওয়া শিক্ষার্থীদের মধ্যে ১৪ শতাংশ চীনের। বাকিরা দক্ষিণ কোরিয়া, নেপাল ও বাংলাদেশি শিক্ষার্থীদের।


বাংলাদেশের কতজন শিক্ষার্থীর ভিসা বাতিল হয়েছে- সেই সম্পর্কে নির্দিষ্ট কোনও তথ্য পাওয়া যায়নি। 


এদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ট্রাম্প প্রশাসন চলতি বছর যুক্তরাষ্ট্রের ১৩০টির বেশি শিক্ষা প্রতিষ্ঠানের ১ হাজারের বেশি বিদেশি শিক্ষার্থী ও স্নাতকের ভিসা বাতিল করেছে। 



দেশটির শিক্ষার্থীদের তথ্য ভান্ডার স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর ইনফরমেশন সিস্টেমে এ তথ্য উঠে এসেছে।


বেশিরভাগ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই জানিয়েছে, ট্রাম্প প্রশাসন শিক্ষার্থীদের বিষয়ে এমন সিদ্ধান্তের কারণ জানায়নি। প্রতিবেদনে বলা হয়েছে, এরই মধ্যে যুক্তরাষ্ট্রের ৪০টি রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলো তাদের বিদেশি শিক্ষার্থীদের ভিসা ও দেশটিতে থাকার বৈধতা বাতিলের বিষয়টি নিশ্চিত করেছে।


গত ১৭ মাসের বেশি সময় ধরে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছে। গাজায় যুদ্ধকালীন সময়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনিদের পক্ষে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছিল। এ ছাড়া ইসরায়েল বিরোধী বিক্ষোভও দেখা গেছে। 


ট্রাম্প ক্ষমতায় আসার পর ফিলিস্তিনপন্থী ও ইসরায়েল বিরোধী বিক্ষোভকারীদের গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। এসব তালিকায় বিদেশি শিক্ষার্থীও রয়েছে। 


শেয়ার করুন