৩১ মার্চ ২০২৫, সোমবার, ০৯:৩২:৩২ অপরাহ্ন
বাবাকে হত্যা করে গ্রেফতার ছেলে
  • আপডেট করা হয়েছে : ২৩-০৩-২০২৫
বাবাকে হত্যা করে গ্রেফতার ছেলে

চুয়াডাঙ্গা পৌর শহরের পলাশপাড়ায় ছেলের বিরুদ্ধে বাবাকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিডুক্ত ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। সংশ্লিষ্টরা বলছে, মোবাইল ফোন ইস্যুতে বাবাকে কুপিয়ে হত্যা করেছে ওই ছেলে।


মৃত বাবা দোদুল হোসেন (৫৩) চুয়াডাঙ্গা জেলা শহরের পলাশপাড়ার মৃত কাজী নূর মোস্তফার ছেলে। আর গ্রেফতার হওয়া কে এ এম রিফাত (১৭) দোদুল হোসেনের ছেলে। তিনি স্থানীয় একটি মাদ্রাসায় পড়ে বলে জানা গেছে।


পুলিশ ও স্থানীয়রা জানান, ছেলে রিফাতকে মোবাইল ফোন ব্যবহার করতে নিষেধ করত বাবা দোদুল হোসেন। শনিবার ছেলের কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নেন সেই বাবা। এর জেরে রাত পৌনে ৮টার দিকে নামাজরত বাবা দোদুল হোসেনকে পেছন থেকে ছুরিকাঘাত করে রিফাত। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়দের সহযোগিতায় দোদুলকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয় পরিবারের সদস্যরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তিনি মারা যান।


চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তারেক হাসান বলেন, ‘নিহতের শরীরের একাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।’



চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান বলেন, ‘ঘটনার পরপরই অভিযুক্ত ছেলে রিফাতকে গ্রেফতার করা হয়। মরদহে হাসপাতালের মর্গে রাখা আছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’


শেয়ার করুন