২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ১০:৫২:৪৯ অপরাহ্ন
ধর্মীয় শোভাযাত্রায় নিয়ন্ত্রণহীন ট্রাক ঢুকে ১২ জন নিহত
  • আপডেট করা হয়েছে : ২১-১১-২০২২
ধর্মীয় শোভাযাত্রায় নিয়ন্ত্রণহীন ট্রাক ঢুকে ১২ জন নিহত

 ভারতের বিহারে ট্রাকের ধাক্কায় নারী ও শিশুসহ ১২ জন নিহত হয়েছেন। রোববার রাতে বিহারের বৈশালী জেলার মেহনার গ্রামে এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

দুর্ঘটনায় নিহতরা একটি ধর্মীয় শোভাযাত্রায় অংশ নিচ্ছিলেন বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে।

‘ভূমি বাবা’ নামে পরিচিত স্থানীয় এক দেবতার কাছে প্রার্থনার জন্য আয়োজিত ধর্মীয় শোভাযাত্রাটি রাস্তার পাশে একটি ‘পিপল’ গাছের সামনে জড়ো হয়। এক সময় দ্রুতগামী একটি ট্রাক শোভাযাত্রাটিতে ধাক্কা দেয়। এতে এখন পর্যন্ত ১২ জনের মারা যাওয়ার তথ্য পাওয়া গেছে।

এ ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি নিহতদের পরিবারের জন্য ২ লাখ রুপি ও আহতদের ৫০ হাজার রুপি ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।

এদিকে, শোক প্রকাশ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও। মুখ্যমন্ত্রী নিহতদের পরিবারকে ৫ লাখ টাকা করে দেওয়ার নির্দেশ দিয়েছেন। এছাড়া, আহতদের যথাযথ চিকিৎসার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।

শেয়ার করুন