২৬ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০১:৪০:০৭ পূর্বাহ্ন
লা রিভ উইন্টার’২৪ কালেকশন: ইতিবাচক ভাবনার নতুন অভিব্যক্তি
  • আপডেট করা হয়েছে : ২৫-১২-২০২৪
লা রিভ উইন্টার’২৪ কালেকশন: ইতিবাচক ভাবনার নতুন অভিব্যক্তি

ফ্যাশন-প্রেমীদের সবচেয়ে পছন্দের ঋতু শীত প্রায় আসন্ন। শীতের সকল ফ্যাশন ক্লাসিক, দেশি প্যাটার্নে ওয়েস্টার্ন ফিউশন আর জমকালো উইন্টার পার্টির সেরা সব ডিজাইন নিয়ে দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন ও লাইফস্টাইল ব্র‌্যান্ড লা রিভও সম্প্রতি লঞ্চ করেছে তার নতুন উইন্টার ২০২৪ কালেকশন।


উইন্টারের এই নতুন কালেকশনটির নামকরণ করা হয়েছে ক্যাওস। মহাবিশ্বের শুরু থেকে প্রকৃতিতে ঋতুর পরিবর্তন, সবই শুরু ক্যাওস বা বিশৃঙ্খল একটি অবস্থা থেকে। ক্যাওস এর সূত্র ধরেই আসে সৃষ্টি, শান্তি আর সম্প্রীতির পর্ব। এমনই একটি ইতিবাচক ভাবনাকে রঙ ও প্যাটার্নে ডিজাইন করা হয়েছে নতুন কালেকশনটি।



লা রিভের প্রধান নির্বাহী পরিচালক মন্নুজান নার্গিস বলেন, ক্যাওস থেকে সৃষ্ট ইতিবাচকতার সকল এক্সপ্রেশন ফুটিয়ে তোলা হয়েছে লা রিভের নতুন এই কালেকশনে। যেকোনো অনুভূতি প্রকাশের সবচেয়ে উপযুক্ত মাধ্যম হলো রঙ, তাই এই কালেকশনে রঙকে প্রাধান্য দিয়েই প্রিন্টস্টোরি গুলো সাজানো হয়েছে। প্রধান বা সেন্টিমেন্ট কালারের নাম লাভা, এর সাথে প্রাইমারি কালার প্যালেটে লাভার মতো বোল্ড ও ডার্ক শেডগুলোকে বাছাই করা হয়েছে।


তিনি আরও জানান, উইন্টার’২৪ কালেকশনের প্রধান প্রিন্টস্টোরিগুলোর মধ্যে আছে অ্যাজটেক ইন্সপিরেশন। মেক্সিকোর বিখ্যাত অ্যাজটেক মোটিফ ও উজ্জল রঙের সমন্বয়ে এই প্রিন্টস্টোরি তৈরি হয়েছে। ম্যাট ফিনিশে কালার-পপ থিমে সাজানো প্রিন্টস্টোরির নাম অ্যাসিডিক গ্রোথ। উজ্জল রেখার কাজ নিয়ে সাজানো হয়েছে টুইস্টেড লাইনস ও ক্যালাইডোস্কোপিক প্রিন্ট।



লা রিভের আরেকটি জনপ্রিয় কালেকশন, ডেনিম কিউরেশনে এবার অক্সি-ওয়াশ এর ইফেক্ট ব্যবহার করা হয়েছে। শীতের টাইমলেস ক্লাসিক-প্লেইড ও চেক প্রিন্টে প্লেফুল ফ্লোরাল ও জিওমেট্রিক প্রিন্ট যোগ হয়েছে এবার। আর্ন্তজাতিক ফ্যাশন র‌্যাম্প থেকে বাছাই করা বোহেমিয়ান ও পেইজলি প্রিন্টও দেখা যাবে এবারের কালেকশনে। স্ট্রিট-আর্ট টাইপোগ্রাফি, অ্যানিমেল প্রিন্ট ও কোলাজ ফিউশন নামে তৈরি হয়েছে আরো ৩টি প্রিন্টস্টোরি।


শুধু প্রিন্টস্টোরি নয়। শীত উপলক্ষ্যে ফেব্রিক-সিলেকশনেও বিশেষ গুরুত্ব দিয়েছে লা রিভ। কটন ও ভিসকোস এর সাথে উষ্ণতা নিশ্চিত করতে যোগ হয়েছে সিঙ্গেল জার্সি, ফ্রেঞ্চ টেরি, ইন্টারলক ও মোডালের মত নিট ফেব্রিক। উইন্টারের লাক্সারি কালেকশন সাজানো হয়েছে চেক, টুইড, উলেন, হাউন্ডসটুথ, প্রিন্স অফ ওয়েলস এর মতো উষ্ণ ও আরামদায়ক কাপড় দিয়ে। কাপড়ের পাশাপাশি চলতি ট্রেন্ড থেকে বাছাই করা প্যাটার্নেও বিশেষ নজর দিয়েছে লা রিভ। যেমন, হাল আমলের ল্যাপেল কলার, শল কলার, স্টেটমেন্ট কলার, লুজ স্লিভস, ভি-নেক বোটনেক ও স্টেটমেন্ট কলার, রেট্রো ফ্লেয়ারের মত ট্রেন্ডি প্যাটার্ন সবাইকে ট্রেন্ডে থাকার আনন্দ দেবে। পাশাপাশি রাখা হয়েছে স্টাইলিশ ইনফিনিটি মাফলার, ম্যাচিং বিনি ক্যাপ ও মাফলার এবং ম্যাচিং বটমস।


শেয়ার করুন