০৫ অক্টোবর ২০২৫, রবিবার, ১১:০১:৫৩ অপরাহ্ন
চীনা ব্যায়াম শেখালেন মালাইকা
  • আপডেট করা হয়েছে : ২৯-০৯-২০২৫
চীনা ব্যায়াম শেখালেন মালাইকা

অভিনয়ের পাশাপাশি ফিটনেসের দিকেও নজর বলিউড অভিনেত্রী মালাইকা অরোরার। প্রতিদিনের নিয়মিত শরীরচর্চা ভক্ত-অনুরাগীদের জানান। সম্প্রতি ইনস্টাগ্রামে মালাইকা কিছু ব্যায়ামের পদ্ধতি পোস্ট করেছেন। কীভাবে খুব সহজ পদ্ধতিতে নিজেকে ফিট রাখা যায় সেটি জানিয়েছেন।


ইন্সটাগ্রামে মালাইকা বলেছেন, এ ব্যায়ামগুলোকে বলে ‘চাইনিজ মুভমেন্ট’, বিশেষ ধরনের ব্যায়াম, যা চীনে খুব জনপ্রিয়। এ ব্যায়ামগুলো ‘তাই চি’ থেকে অনুপ্রাণিত। খুব কম সময় লাগবে ব্যায়ামগুলো করতে। তার জন্য আগে থেকে কোনো প্রস্তুতি কিংবা সরঞ্জামেরও প্রয়োজন নেই। নিয়মিত এ ব্যায়ামগুলো অভ্যাস করলে বয়স অন্তত বছর দশেক কম দেখাবে। কম করেও ৫ কেজি ওজন ঝরবে খুব তাড়াতাড়ি।


তার লাবণ্যে বয়সের গণিত কবেই হার মেনে গেছে। যতদিন যাচ্ছে, ততই যেন মোহময়ী হয়ে উঠছেন মালাইকা অরোরা। তিনি জানিয়েছেন, প্রতিটি ব্যায়ামে সময় লাগবে মাত্র ২ মিনিট। মালাইকা শিখিয়ে দেন কীভাবে করতে হবে সেই ব্যায়াম।


নেক রোল-শোল্ডার ওপেনার: সামনের দিকে মাথা ঝুঁকিয়ে চিবুক বুকে ঠেকান। এ ভঙ্গিটি কয়েক সেকেন্ড ধরে থাকুন। এরপর ঘাড় সোজা করে আগের অবস্থানে ফিরুন। এবার শিরদাঁড়া সোজা রেখে পেছনে ঘাড় হেলিয়ে কয়েক সেকেন্ড থাকুন। এক রাউন্ড সম্পূর্ণ হলো। এভাবে ৫–৭ রাউন্ড অভ্যাস করতে হবে।


স্পাইনাল টুইস্ট: এবার সোজা হয়ে দাঁড়িয়ে শরীর একবার ডান দিকে, আরেক বার বাম দিকে মোচড় দিন। এ সময়ে দুই হাত কোমরেও রাখতে পারেন। আবার সামনের দিকে প্রসারিত করেও রাখা যেতে পারে। এতে মেরুদণ্ড নমনীয় নয়, পুরো শরীরে রক্ত সঞ্চালন ঠিকমতো হয়।


আর্ম সার্কেল: দুই হাত কাঁধ বরাবর দুদিকে সোজা করে ছড়িয়ে দিন। খেয়াল রাখুন, কনুই যেন সোজা থাকে। কাঁধ থেকে দুই হাত একসঙ্গে ঘোরান ঘড়ির কাঁটার দিকে। শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক থাকবে। এবারও কনুই যেন সোজা থাকে। ৫–৭ বার হাত ঘোরাতে হবে। ঘোরানো শেষে দুই হাত কোলের ওপর রেখে চোখ বন্ধ করে বিশ্রাম নিন। আবার দুই হাত পাশাপাশি তুলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে কাঁধ থেকে ঘোরান ৫–৭ বার।


সাইড স্ট্রেচ: মাথার পেছনে দুটি হাত রেখে লক করে নিন। এবার দুই পায়ের মধ্যে ফাঁক রাখুন। কাঁধ সোজা। এবার শরীরটা একবার ডান দিকে হেলান, আরেকবার বাম দিকে। এতে সাইড অ্যাবসে টান পড়বে। ১৬ গুণে তিনবার করুন। কোমরে সমস্যা না থাকলে ফ্রন্ট বেন্ডিং আর ব্যাক বেন্ডিং করুন। সামনে ঝোঁকার সময়ে হাঁটু ভাঁজ হবে না। হাত দিয়ে পায়ের পাতা স্পর্শ করুন। আর পেছনে যাওয়ার সময়ে অল্প বেন্ড হলেও চলবে।


লেগ স্ট্রেচ: একটি পা সামনে এগিয়ে হাঁটু ভাঁজ করতে হবে, আর একটা পা পেছনে দিয়ে স্ট্রেচ করে বসার মতো করে শরীর আপ-ডাউন করতে হবে। কাঁধ যেন সোজা থাকে। এটি প্রথমে ১০টি করে প্রতি পায়ে তিনবার যথেষ্ট।


শেয়ার করুন