বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নাশকতার অভিযোগে টাঙ্গাইলের ভূঞাপুর পৌর আওয়ামী লীগের সভাপতি বাছেদ মন্ডলকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যায় পৌর শহরের বীরহাটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে রোববার সকালে টাঙ্গাইল সদর থানায় তাকে সোর্পদ করে থানা পুলিশ।
ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নাশকতার অভিযোগে টাঙ্গাইল সদর থানায় তার বিরুদ্ধে মামলা থাকায় শনিবার তাকে গ্রেফতার করা হয়। রোববার সকালে টাঙ্গাইল সদর থানায় তাকে সোর্পদ করা হয়েছে।