২০ মে ২০২৫, মঙ্গলবার, ০৭:৫৭:১৫ অপরাহ্ন
বাংলাদেশকে সিরিজ হারানোর হুঙ্কার আমিরাতের
  • আপডেট করা হয়েছে : ২০-০৫-২০২৫
বাংলাদেশকে সিরিজ হারানোর হুঙ্কার আমিরাতের

বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে জয় পেয়েছে সংযুক্ত আরব আমিরাত। নিজেদের ক্রিকেট ইতিহাসে নতুন মাইলফলক ছুঁয়েছে দলটি। ২০৬ রানের বড় লক্ষ্য তাড়া করে ২ উইকেট ও ১ বল হাতে রেখে জিতেছে স্বাগতিকরা। ম্যাচের নায়ক আমিরাত অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম।


শারজাহতে অনুষ্ঠিত ম্যাচে ৪২ বল মোকাবিলায় ৮২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন ওয়াসিম। ইনিংসে ছিল ছয়টি চার ও পাঁচটি ছক্কা। ম্যাচসেরার পুরস্কার হাতে নিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশকে হারিয়ে আমি খুবই খুশি। পারফরম্যান্সে আমি আনন্দিত। ভাষায় প্রকাশ করার মতো নয় অনুভূতিগুলো।’


তিনি বলেন, ‘আমি সতীর্থদের আশ্বস্ত করেছিলাম যে এই রান আমরা তাড়া করতে পারব। কারণ আমরা এখানকার কন্ডিশন ভালোভাবে জানি। আমি আমার স্বাভাবিক খেলাটাই খেলেছি।’


যদিও ১৯তম ওভারে গিয়ে ১৭৭ রানে ৭ উইকেট হারিয়ে পরাজয়ের শঙ্কায় পড়ে যায় আমিরাত। তবে নিচের সারির দুই ব্যাটার ধ্রুব পারাসার ও হায়দার আলির দুটি ছক্কা ম্যাচের চিত্র বদলে দেয়। এই দুই ব্যাটারের প্রশংসা করেছেন অধিনায়ক ওয়াসিম।


তিনি বলেন, ‘আমাদের বিশ্বাস ছিল। ধ্রুব একটি ছক্কা মারল, হায়দারও মারল। শেষ পর্যন্ত জিতেছি। আমরা আমাদের সর্বশক্তি নিয়ে নামব এবং আশা করি সিরিজে ২-১ ব্যবধানে জয়ী হব।’


সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে আগামীকাল।


শেয়ার করুন