২৩ এপ্রিল ২০২৫, বুধবার, ০২:৪৩:২১ অপরাহ্ন
সীমান্ত আইন লঙ্ঘন করে বাংলাদেশে বিএসএফ সদস্যের প্রবেশ, বিজিবির প্রতিবাদ
  • আপডেট করা হয়েছে : ২৩-০৪-২০২৫
সীমান্ত আইন লঙ্ঘন করে বাংলাদেশে বিএসএফ সদস্যের প্রবেশ, বিজিবির প্রতিবাদ

আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর এক সদস্য সীমান্তের জিরো লাইন অতিক্রম করে দুই দফায় বাংলাদেশে প্রবেশের অভিযোগ উঠেছে।


সোমবার (২২ এপ্রিল) দুপুরে লালমনিরহাটের পাটগ্রামের শ্রীরামপুর ইউনিয়নের মিঠাইবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে বিজিবির আহবানে ওই সীমান্তে সন্ধ্যা ৬ টায় বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।


সীমান্ত সূত্র ও স্থানীয়রা জানায়, বাংলাদেশ-ভারত সীমান্তের প্রধান পিলার ৮৪৫ নম্বর ও উপ-পিলার ১০ নম্বরের শূন্যরেখার সীমান্ত এলাকা দিয়ে ভারতের কোচবিহার জেলার জলপাইগুড়ির ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের পানিশালা ক্যাম্পের টহল দলের ওই বিএসএফ সদস্য রাইফেল নিয়ে প্রবেশ করে। প্রায় বাংলাদেশের ১০০ গজ অভ্যন্তরে প্রবেশ করে সে।


ভুট্টা খেতে কাজ করার সময় এ অবস্থা দেখে মিঠাইবাড়ী এলাকার সাদ্দাম হোসেন ও রাকিব হোসেন নামে দুই কৃষক। এ সময় ধমক দিয়ে ওই বিএসএফ (৩৫) সদস্যকে চলে যেতে বললেও না যাওয়ায় কৌশলে তাকে ধরে ফেলে তারা। পরে আটক বিএসএফ সদস্য ভুল স্বীকার করে ক্ষমা চাইলে তাকে ছেড়ে দেওয়া হয়। পরবর্তীতে কিছু সময় পরে আবারো একই সীমান্ত দিয়ে ওই বিএসএফ জোয়ান প্রবেশ করে ভিতরে আসতে থাকলে স্থানীয় এলাকাবাসী চিৎকার করে বাধা দিলে ভারতের অভ্যন্তরে ফিরে যায় সে জোয়ান।


এ ঘটনা জানতে পেরে রংপুর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৬১ ব্যাটালিয়নের (তিস্তা-২) পয়ষট্টিবাড়ী ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার আমিনুর রহমান ও অন্যান্য বিজিবি সদস্যরা ঘটনাস্থলে যায়।


আইন না মেনে সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে বিএসএফ সদস্যের বাংলাদেশে প্রবেশের ঘটনায় ভারতীয় পানিশালা বিএসএফ কোম্পানি কমান্ডারকে তীব্র প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের আহবান জানায় বুড়িমারী বিজিবি কোম্পানি সদরের কমান্ডার।


পরে সন্ধ্যা ৬ টায় ঘটনাস্থলের পাশে বিজিবি- বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় ২০ মিনিটি স্থায়ী এ বৈঠকে ভারতের পক্ষে পানিশালা-১ কোম্পানি সদরের কমান্ড্যান্ট ইন্সপেক্টর রামচন্দ্র সিং ও বাংলাদেশের পক্ষে বুড়িমারী বিজিবি কোম্পানি সদরের কমান্ডার আবুল কাশেম অংশ নেন। উভয় বাহিনীর ৬ সদস্য করে মোট ১২ জন অংশ নেয়।


বুড়িমারী বিজিবি কোম্পানি সদরের কমান্ডার আবুল কাশেম বলেন, ‘সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে এক বিএসএফ সদস্য প্রবেশের কথা স্থানীয়দের মাধ্যমে জেনেছি। ঘটনা জানার সাথেই প্রতিবাদ জানানো হয়েছে। এ নিয়ে সন্ধ্যায় ভারতের পানিশালা-১ কোম্পানি সদরের কমান্ড্যান্টের সাথে পতাকা বৈঠক করা হয়। বাংলাদেশে প্রবেশের কথা বিএসএফ অস্বীকার করেছে। আমরা প্রতিবাদ জানায়ে তাদেরকে সতর্ক করেছি।’


শেয়ার করুন