২৮ এপ্রিল ২০২৫, সোমবার, ০৪:৩৩:৪১ অপরাহ্ন
ভারতীয় আগ্রাসনের জবাবে কঠোর হুঁশিয়ারি পাক তথ্যমন্ত্রীর
  • আপডেট করা হয়েছে : ২৮-০৪-২০২৫
ভারতীয় আগ্রাসনের জবাবে কঠোর হুঁশিয়ারি পাক তথ্যমন্ত্রীর

পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেছেন, পাকিস্তান তার সার্বভৌমত্ব রক্ষায় অটল এবং যে কোনো ধরনের ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে শক্ত প্রতিক্রিয়া জানাবে। 


রোববার (২৭ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর দিয়েছেন দ্য এক্সপ্রেস ট্রিবিউন।


তিনি স্পষ্ট করে জানান, কোনো ধরনের হটকারি পদক্ষেপের জবাব পূর্ণ শক্তি দিয়ে দেয়া হবে। 


পহেলগাঁও হামলার প্রেক্ষাপটে ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরে (আইআইওজেকেকে) উত্তেজনার মধ্য এ মন্তব্য করেন তিনি। পাকিস্তান শুরু থেকে হামলার ঘটনাকে জোরালোভাবে নিন্দা জানিয়েছে। কিন্তু তারপরও নয়াদিল্লি পহেলগাঁও হামলার মদদদাতা হিসেবে ইসলামাবাদকে দায়ী করছে।


বিদেশি কূটনীতিকদের সঙ্গে পাকিস্তানের অবস্থান ব্যাখ্যা করে এক ব্রিফিংয়ের পর সংবাদ সম্মেলনে কথা বলেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, পাকিস্তান একটি শান্তিপ্রিয় দেশ হলেও সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে কোনো আপস করা হবে না।


পহেলগাঁও হামলার ঘটনায় পাকিস্তানে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। দেশটির কর্মকর্তারা দাবি করেছেন, ভারত ইচ্ছাকৃতভাবে দৃষ্টি সরাতে এ ধরনের তৎপরতায় লিপ্ত হয়েছে। 


তারার বলেন, ‘ভারত সরাসরি রাষ্ট্রীয় সন্ত্রাসবাদে জড়িত এবং আমাদের কাছে তাদের কর্মকাণ্ডের অকাট্য প্রমাণ রয়েছে।’


তিনি ভারতকে পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে তহবিল ও অস্ত্র সহায়তার অভিযোগও করেন।


ভারতীয় নিরাপত্তা বাহিনীর ব্যাপক উপস্থিতির মধ্যেই পহেলগাঁও হামলার ঘটনা ঘটে, যা অঞ্চলটিতে ভারতের ‘নিরাপত্তা’ দাবি নিয়ে প্রশ্ন তুলেছে পাকিস্তান। একইসঙ্গে পাকিস্তান অভিযোগ করেছে, ভারত ইচ্ছাকৃতভাবে সিন্ধু জলচুক্তি নিয়েও উত্তেজনা সৃষ্টি করতে চাইছে।


সতর্ক করে তারার বলেন, ‘পাকিস্তানের পানির প্রবাহ বন্ধের যে কোনো চেষ্টা বৈরী পদক্ষেপ হিসেবে দেখা হবে।’ 


তিনি ভারতের এসব কর্মকাণ্ডকে ‘অপরিণত ও দায়িত্বজ্ঞানহীন’ হিসেবে উল্লেখ করেন।


তথ্যমন্ত্রী আরও বলেন, পাকিস্তান দীর্ঘদিন ধরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করে এসেছে এবং এ লড়াইয়ে ৯০ হাজারেরও বেশি প্রাণ হারিয়েছে। আমরা এখনো সন্ত্রাসবাদের বিরুদ্ধে সম্মুখভাগে থেকে লড়াই করে যাচ্ছি।


তারার বলেন, পাকিস্তানের নিরাপত্তা বাহিনী সন্ত্রাস দমনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। তবে তিনি প্রশ্ন তোলেন, কেন ভারত জাফর এক্সপ্রেস হামলার মতো ঘটনাগুলোর নিন্দা করেনি, যেখানে নিরীহ যাত্রীদের জিম্মি করা হয়েছিল।


শেয়ার করুন