আইপিএলের অন্যতম সেরা দল চেন্নাই সুপার কিংসকে তাদের ঘরের মাঠ চিপকের এমএ চিদাম্বারাম স্টেডিয়াম টানা পঞ্চম হারের স্বাদ দিয়েছে পাঞ্জাব কিংস। ম্যাচে এবারের আসরের প্রথম হ্যাটট্রিকের স্বাদ নিয়েছেন যুজবেন্দ্র চাহাল। সঙ্গে গড়েছেন রেকর্ড। তবে তাতে খুব একটা খুশি নন তিনি। তিনি বরং খুশি ধোনির উইকেট পেয়ে।
আইপিএলে সবচেয়ে বেশি বার চার বা তার বেশি উইকেট নেওয়ার নজির এখন চাহালের। নবম বারের মতো এই কীর্তি গড়লেন তিনি। দ্বিতীয় স্থানে রয়েছেন সুনীল নারাইন। তিনি আট বার এক ইনিংসে চার বা তার বেশি উইকেট নিয়েছেন।
বুধবারের ম্যাচে, পাঞ্জাব কিংসের বিপক্ষে ৪ উইকেটে হেরে গেছে ধোনির দল। চেন্নাই এদিন আগে ব্যাট করে স্কোরবোর্ডে জমা করে ১৯০ রান। পাঞ্জাব সেটি পেরিয়ে যায় দুই বল বাকি থাকতে। আর তাতে থম দল হিসেবে প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেছে চেন্নাই।
চেন্নাইয়ের হয়ে এদিন ব্যাট হাতে স্যাম কারান (৮৮) ও ডেওয়াল্ড ব্রেভিস (৩২) ছাড়া আর কেউ বিশ পর্যন্তও যেতে পারেননি।
ইনিংসের ১৯তম ওভারে হ্যাটট্রিকসহ পাঁচ বলের মধ্যে চার উইকেট নিয়ে চেন্নাইয়ের সর্বনাশ করেন পাঞ্জাবের অভিজ্ঞ স্পিনার চাহাল। সেই ওভারেই ধোনির উইকেট নেন চাহাল। এর পর একে একে তুলে নেন দীপক হুডা, অনশুল কম্বোজ এবং নুর আহমেদের উইকেট। তাতেই রেকর্ড হয় তার।
যা নিয়ে ম্যাচ শেষে চাহাল বলেন, ‘দারুণ লাগছে। ১৯তম ওভারে আমার সামনে মাহি ভাই ছিল। যে কোনও দিকে যেতে পারত। আমি ওর উইকেট নেওয়ার লক্ষ্যেই বল করছিলাম। পাঁচ জন ফিল্ডার ভিতরে ছিল। আমি স্টাম্প লক্ষ্য করে বল করছিলাম। ব্যাটার কী ভাবছে সেটা বোঝার চেষ্টা করছিলাম।’