০২ মে ২০২৫, শুক্রবার, ০৫:৩৭:৩৮ পূর্বাহ্ন
কারাগারে ইমামের মৃত্যু, মধ্য রাতে পুলিশের সংবাদ সম্মেলন
  • আপডেট করা হয়েছে : ০১-০৫-২০২৫
কারাগারে ইমামের মৃত্যু, মধ্য রাতে পুলিশের সংবাদ সম্মেলন

কিশোরকে বলাৎকারের অভিযোগ এনে গাজীপুরের পূবাইল এলাকায় মসজিদের ইমাম রইস উদ্দিনকে মারধর ও কারাগারে মৃত্যুর ঘটনায় মধ্যরাতে সংবাদ সম্মেলন করেছে পুলিশ।


বুধবার (৩০ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে টঙ্গী পূর্ব থানায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।


সংবাদ সম্মেলন বলা হয়, রোববার সকালে গাজীপুরের হায়দরাবাদ এলাকায় এক কিশোরকে বলাৎকারের অভিযোগে মসজিদের ইমাম রইস উদ্দিনকে আটক করে গাছে বেঁধে মারধর করে এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ রইসকে পুলিশ হেফাজতে নিয়ে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়।


পরে রোববার দুপুরে কিশোরের বাবা মাইনুদ্দিন বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ মসজিদের ইমাম রইস উদ্দিনকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠান। আদালতের বিচারক তাকে গাজীপুর জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সোমবার ভোর সাড়ে ৩টার দিকে জেলা কারাগারে তার মৃত্যু হয়। মৃত্যুর খবরটি ছড়িয়ে পড়লে রইস উদ্দিনের পরিবারের পক্ষ থেকে পূবাইল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।


সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার অপরাধ (দক্ষিণ) নূর মোহাম্মদ নাসিরুদ্দিন।


সম্মেলনে তিনি আরও জানান, মসজিদের ইমাম রইস উদ্দিনের বিরুদ্ধে ইতোপূর্বে শিশু বলাৎকার ও নারী নির্যাতনের অভিযোগের তথ্য পাওয়া গেছে। রইস উদ্দিনের মৃত্যুকে কেন্দ্র করে সম্মানিত আলেম সমাজের একাংশের কেউ কেউ ভুল তথ্যের ভিত্তিতে ধর্মপ্রাণ মুসলমানদের আবেগকে পুঁজি করে তদন্ত প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করা ও দেশব্যাপী অস্থিতিশীলতা ও অরাজক পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে। ইতোমধ্যে থানা ঘেরাও ও অবরোধসহ বিভিন্ন স্থানে মানববন্ধন, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভাসহ নানা কর্মসূচি পালন করছেন। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা রকম অপপ্রচারও উস্কানিমূলক গুজব প্রচার করে জনমনে বিভ্রান্তি বিক্ষোভ তৈরি করছেন। যা স্বাভাবিক আইন ও বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে।


তাছাড়া যৌন হয়রানির স্বীকার হয়েছেন এমন পাঁচজন নারী ও শিশু আইন অনুযায়ী আদালতে মসজিদের ইমাম রইস উদ্দিনের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন।


এ সময় আরও উপস্থিত ছিলেন- গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) শাকিল আহমেদ, পূবাইল থানার ওসি আমিরুল ইসলাম প্রমুখ।


শেয়ার করুন