০৮ মে ২০২৫, বৃহস্পতিবার, ০৯:২৯:৩৬ পূর্বাহ্ন
অহনা ডাবল টাইমিং করেছে: শামীম
  • আপডেট করা হয়েছে : ০৭-০৫-২০২৫
অহনা ডাবল টাইমিং করেছে: শামীম

দেশের শোবিজ অঙ্গনে হঠাৎ করেই শুরু হয়েছে আলোড়ন। ছোট পর্দার অভিনেতা শামীম হাসান সরকারের বিরুদ্ধে সহকর্মী অভিনেত্রী প্রিয়াঙ্কা তুলেছেন মারধর ও ধর্ষণের হুমকির মতো গুরুতর অভিযোগ।


প্রিয়াঙ্কার দাবি, শামীম শুটিং সেটে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতেন, এমনকি তার গায়েও হাত তোলার অভিযোগ এনেছেন তিনি।  আরও গুরুতর অভিযোগ করে তিনি বলেন, শামীম মাদক সেবন করে তার সঙ্গে খারাপ ব্যবহার করতেন এবং প্রকাশ্যেই ধর্ষণের হুমকি দিয়েছেন।


এসব অভিযোগের পর পাল্টা সংবাদ সম্মেলন করে শামীম নিজেকে নির্দোষ দাবি করেন। তিনি বলেন, সত্য উদঘাটনে শুটিংসেটের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা যেতে পারে।


এই ঘটনা ঘিরে আলোচনায় উঠে এসেছে আরও দুজন তারকার নাম—‘বরবাদ’ সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয় এবং অভিনেত্রী অহনা রহমান। যদিও শামীম-প্রিয়াঙ্কার ঘটনার সঙ্গে তারা সরাসরি জড়িত নন, তবুও সাম্প্রতিক কিছু সাক্ষাৎকারের কারণে আলোচনায় চলে এসেছেন তারা।


অহনার সঙ্গে নিজের সম্পর্কের বিষয়ে খোলাসা করে শামীম বলেন, অহনা এর আগে মেহেদী হাসান হৃদয়ের সঙ্গে সম্পর্কে ছিলেন। বিভিন্ন সাক্ষাৎকারে যেসব কটূক্তি ব্যবহার করে অহনা তার প্রাক্তনকে ‘জানোয়ার’ বা ‘অমানুষ’ বলে উল্লেখ করেছেন, সেগুলো মূলত হৃদয়কেই ইঙ্গিত করে বলা হয়েছে।


আরেক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শামীম দাবি করেছেন, অভিনেত্রী অহনা ডাবল টাইমিং করেছেন। অর্থাৎ, একইসঙ্গে মেহেদী হাসান হৃদয় ও তার সঙ্গে প্রেমের সম্পর্ক চালিয়ে গেছেন অহনা। 


শামীম বলেন, ‘সংবাদ সম্মেলনে অহনা ও মেহেদী হাসান হৃদয়কে নিয়ে কথা বলেতে বাধ্য হয়েছি। যদিও আমার হয়তো হৃদয়ের নামটা বলা উচিত হয়নি। তবে না বলেও উপায় ছিল না। তাদের প্রায় ৫ বছরের সম্পর্ক ছিল। যেখানে আমার সঙ্গে অহনার সম্পর্ক ছিল ৭ মাস। অহনাই কিন্তু ডাবল টাইমিং করেছে। ’


সংবাদ সম্মেলনে মেহেদী হাসান হৃদয়ের নাম উল্লেখ করার কারণ হিসেবে তিনি বলেন, ‘সম্প্রতি অহনা একটি সাক্ষাৎকারে তার প্রাক্তনকে ‘অমানুষ’, ‘জানো...র’ বলে মন্তব্য করেছেন। এরপর ফেসবুকে অনেকেই সেই ভিডিওর কমেন্টবক্সে আমাকে মেনশন করছেন। তারা বলছেন, শামীমই ছিলেন অহনার প্রাক্তন। শুধু তাই নয়, যেই মেয়েটা (প্রিয়াঙ্কা) আমার বিরুদ্ধে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ তুললেন, সে নিজেও ৫ দিন আগে অহনার সেই সাক্ষাৎকার শেয়ার করে আমার দিকেই আঙুল তুলেছেন। তাই আমার মনে হয়েছে, সকলের জানা উচিত বিষয়টা।’


শেয়ার করুন