২৩ মার্চ ২০২৩, বৃহস্পতিবার, ১১:০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহীর গোদাগাড়ীতে নতুন করে ৪২০ টি ভূমিহীন ও গৃহহীনদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের বাড়ীর চাবি ও দলিল হস্তান্তর সাঁথিয়ায় ডাক বিভাগের পিকআপ ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত-২ মাদারীপুরের শিবপুরে বাস খাদে, নিহত ১৭, আহত ৩০ কারাগার থেকে মুক্তি পেলেন চিত্রনায়িকা মাহি তাহেরপুর পৌর আ.লীগের দলীয় পদ থেকে মুনসুর ও মেয়র কালামকে অব্যাহতি রাজশাহী বঙ্গবন্ধু কলেজে ১৭ শিক্ষক-কর্মচারী নিয়োগ ধরে ফেলায় হাজিরা খাতা গায়েব জাতির পিতার মানবিকতা ও মানুষের প্রতি দরদ শিশুকালেই জানা গেছে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের শ্রদ্ধা বঙ্গবন্ধুর ১০৩তম জন্মদিন আজ জামিন পেলেন সাবেক এমপি আরজু
যুক্তরাষ্ট্রে ফোবানা সম্মেলনের জরুরি 'সতর্কবার্তা'
  • আপডেট করা হয়েছে : ০২-০৮-২০২২
যুক্তরাষ্ট্রে ফোবানা সম্মেলনের জরুরি 'সতর্কবার্তা'

যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা ফোবানা সম্মেলনকে কেন্দ্র করে নতুন করে 'সতর্কবার্তা' জারি করেছেন ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোশিয়েশন্স ইন নর্থ আমেরিকা (ফোবানা)। গত শনিবার (৩০ জুলাই) ফোবানা নেতৃবৃন্দের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে উক্ত 'সতর্কবার্তা' জারি করা হয়। এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম বাংলা প্রেস।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের মিলনমেলা ফোবানা সম্মেলনকে কেন্দ্র করে সাম্প্রতিককালে একটি কুচক্রী মহলের অবাঞ্ছিত, অনৈতিক, সংবিধান বিরোধী কর্মকান্ড শুরু করেছেন। যা তাদের নজরে এসেছে।

গত ৩০ জুন ফোবানার কেন্দ্রীয় কমিটির একটি গুরুত্বপূর্ণ সভায় সংবিধান অনুযায়ী গণতান্ত্রিক পদ্ধতিতে সংখ্যাগরিষ্ঠ সদস্যদের ভোট ও সম্মতিতে ফোবানা বিরোধী কার্যক্রমে জড়িত থাকার কারণে সাবেক আরও তিনজন নেতৃবৃন্দের সাথে সাবেক চেয়ারপারসন জাকারিয়া চৌধুরীকে ৫ বৎসরের জন্য বহিষ্কার করা হয়।

বর্তমানে জাকারিয়া চৌধুরীর সাথে মূল ফোবানার কোনো সম্পর্ক নেই বিধায় সকলকে জাকারিয়া চৌধুরীর সাথে ফোবানা সংক্রান্ত কোন বিষয়ে কোন যোগাযোগ অথবা লেনদেন থেকে বিরত থাকার আহবান জানান। ফোবানা কর্মকর্তারা উল্লেখ আইন মোতাবেক ফোবানার পক্ষ থেকে লিগ্যাল নোটিস (Cease and Desist)  চিঠিও জাকারিয়া চৌধুরীকে পাঠানো হয়েছে।

শেয়ার করুন