২১ মে ২০২৫, বুধবার, ০৩:০৫:৩৬ পূর্বাহ্ন
কী ঘটেছিল তার্কিশ এয়ারলাইন্সের বিমানটিতে
  • আপডেট করা হয়েছে : ২০-০৫-২০২৫
কী ঘটেছিল তার্কিশ এয়ারলাইন্সের বিমানটিতে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই তার্কিশ এয়ারলাইন্সের একটি বিমানের ইঞ্জিনে আগুন ধরে যায়। আঁচ করতে পেরে  বিমানটি তাৎক্ষণিক জরুরি অবতরণ করানো হয়। বিমানে থাকা ২৯০ জন যাত্রীর সবাই নিরাপদ রয়েছেন বলে জানা গেছে।


বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগীব সামাদ বলেন, মঙ্গলবার সকাল ৭টা ৯ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া তার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইট (টিকে ৭১৩) উড্ডয়নের পরপরই ধোঁয়ার সৃষ্টি হয়। এরপর পাইলট সতর্কতামূলকভাবে দক্ষতার সাথে সকাল ৮টা ১ মিনিটে উড়োজাহাজটিকে নিরাপদে অবতরণ করান। উড়োজাহাজটির ইঞ্জিনে পাখি ঢুকে পড়ায় সেটি ‘ক্ষতিগ্রস্ত হয়েছে’। পাখির আঘাতে ‘এ ৩০০- ৩৩০’ উড়োজাহাজটির ডান পাশের ইঞ্জিনে আগুনের সৃষ্টি হয়। 


ঢাকা থেকে উড্ডয়নের পরপরই তার্কিশ এয়ারলাইন্সের বিমানে আগুনঢাকা থেকে উড্ডয়নের পরপরই তার্কিশ এয়ারলাইন্সের বিমানে আগুন

বর্তমানে যাত্রীদের হোটেলে স্থানান্তর করা হচ্ছে এবং বিকল্প ফ্লাইটের মাধ্যমে তাদের গন্তব্যে পৌঁছানোরও ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন সামাদ।


তার্কিশ এয়ারলাইন্সের ঢাকা টিমের পক্ষ থেকে জানানো হয়েছে, উড়োজাহাজটিকে ‘গ্রাউন্ডেড করা হয়েছে’।


এটি মেরামতের কিছু সময় লাগবে বলেও জানিয়েছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ।


শেয়ার করুন