২২ মে ২০২৫, বৃহস্পতিবার, ০৫:৩১:৩৬ অপরাহ্ন
আমিরাতের কাছে এমন সিরিজ হার জীবনেরই অংশ, বললেন লিটন দাস
  • আপডেট করা হয়েছে : ২২-০৫-২০২৫
আমিরাতের কাছে এমন সিরিজ হার জীবনেরই অংশ, বললেন লিটন দাস

বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়ক হয়েছিলেন কিছু দিন আগে। অধিনায়ক আগেও ছিলেন, কিন্তু পূর্ণকালীন অধিনায়ক হিসেবে এটাই ছিল প্রথম সিরিজ। আর এখানেই কি-না এভাবে সিরিজ হার, তাও আবার সহযোগী দেশ সংযুক্ত আরব আমিরাতের কাছে! লিটন দাস কি ভাবতে পেরেছিলেন প্রথম সিরিজটাই এভাবে শেষ হবে?


তবে আমিরাতের কাছে এভাবে সিরিজ হেরে যাওয়াটা অবশ্য বাংলাদেশের জন্য অভাবনীয় কিছু নয়। এর আগে সহযোগী দেশ যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হেরেছিল দলটা, তার প্রথম বর্ষপূর্তি হবে আগামীকাল ২৩ মে। এরপর আমিরাতের কাছে হারটা হয়তো অতোটা তেতো ঠেকছে না।


সে বিষয়টা লিটন দাসের কথাতেও স্পষ্ট। তৃতীয় ম্যাচে ৭ উইকেটে হেরে যখন সিরিজটাও হাত ফসকে গেল, তারপর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লিটন বললেন, ‘এখানে আসার সময়ে সব ম্যাচ জেতার কথাই ভেবেছি। এটা (সিরিজ হেরে যাওয়া) জীবনের অংশ। ক্রিকেট খেললে যখন প্রতিপক্ষ ভালো খেলবে, তখন তাদের কৃতিত্বটা দিতেই হবে।’


তৃতীয় টি-টোয়েন্টিতে হারটা বাংলাদেশের অদৃষ্টে লেখা হয়ে গেছে ওই প্রথম ইনিংসেই। আগের ম্যাচে ২০৫ রান করেও জেতা যায়নি। শেষ ম্যাচে যখন ৮৪ রান তুলতেই ৮ উইকেট খুইয়ে বসল দল, তখনই নিশ্চিত হয়ে গেছে, শারজার নিখাদ ব্যাটিং-স্বর্গে এই ম্যাচ আর জেতা হচ্ছে না। 


শারজার উইকেট বোলারদের বধ্যভূমি। তার সঙ্গে যখন রাতের শিশির যোগ হয়, তখন কাজটা আরও কঠিন হয়ে যায়। নিজেদের ভুলের চেয়ে লিটন বড় করে দেখলেন সব ম্যাচে পরে বোলিং করার ভাগ্যটাকেই।  


তিনি বলেন, ‘আজ আমরা ব্যাটিংয়ে কিছু ভুল করেছি। আমার মনে হয় এমন কিছু আমরা এই উইকেট, এই কন্ডিশনে করতে চাইনি; তিন ম্যাচেই আমরা আগে ব্যাট করেছি, শিশিরই মূল নিয়ামক ছিল এখানে।’


ম্যাচ শেষে লিটন তারিফ করলেন প্রতিপক্ষেরও। তবে তিনি জানালেন, শিশিরের সুবিধাটা আমিরাত ভালোভাবেই কাজে লাগিয়েছে। তিনি বললেন, ‘তারা খুবই ভালো খেলেছে, ভালো বল করেছে। কিন্তু ব্যাটিংয়ে তারা শিশিরের সুবিধা পেয়েছে। তারা সেভাবে আতঙ্কিত হয়ে পড়েনি, তাদের কৃতিত্ব তাই দিতেই হবে।’


শেয়ার করুন