২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ০১:১৯:৩২ অপরাহ্ন
পুলিশ দেখে প্রাইভেট কার ফেলে পালিয়ে গেল চালক
  • আপডেট করা হয়েছে : ০৩-০৪-২০২৩
পুলিশ দেখে প্রাইভেট কার ফেলে পালিয়ে গেল চালক

রাজশাহীর বাঘায় সাদা রঙের একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ ১১-০৫৫০)জব্দের পর তল্লাশি চালিয়ে ৭৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১ এপ্রিল) রাত ৩ টার দিকে উপজেলার বাজুবাঘা নতুন পাড়া জামে মসজিদের সামনে থেকে প্রাইভেট কার জব্দ করে ফেন্সিডিলগুলো উদ্ধার করা হয়।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম বলেন, রাতে সাদা রঙের প্রাইভেট কারে( ঢাকা মেট্রো-গ ১১-০৫৫০) ফেন্সিডিল বহন করে আড়ানীর দিকে যাচ্ছিলেন।

এ সময় বাজুবাঘা নতুন পাড়া জামে মসজিদের সামনে টহল পুলিশের গাড়ি দেখে প্রাইভেট কারটি রেখে সটকে পড়ে চালক। পরে প্রাইভেট কার তল্লাশি করে ৭৭ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। প্রাইভেট কার ও ফেন্সিডিল থানা হেফাজতে নেওয়া হয়েছে।

কারের মালিক ও চালককে শনাক্ত করার চেষ্টা চলছে। কারো নাম উল্লেখ না করে অজ্ঞাত হিসেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

শেয়ার করুন