০৩ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ১১:৩০:৩৭ অপরাহ্ন
বাঘায় উদ্ধার করা যায়নি পদ্মায় ভাসমান মরদেহ
  • আপডেট করা হয়েছে : ২৪-০৮-২০২৩
বাঘায় উদ্ধার করা যায়নি পদ্মায় ভাসমান মরদেহ

 পদ্মায় ভেসে যাচ্ছিল অজ্ঞাত এক ব্যক্তিসহ তিনটি গরুর মরদেহ। বাঘা উপজেলার পাকুড়িয়া বাজারের ১ কিলোমিটর দক্ষিনে এ দৃশ্য দেখেন স্থানীয় কয়েকজন মানুষ।


খবরটি ছড়িয়ে পড়লে সেখানে যান কৌতুহল মানুষ। স্থানীয়দের মাধ্যমে এ খবর পেয়ে বিষয়টি চারঘাট নৌ পুলিশকে জানান বাঘা থানা পুলিশ।


বৃহসপতিবার (২৪ আগস্ট ) দুপুরে নৌ পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই মানুষের মরদেহটিসহ একটি গরুর মরদেহ নদীর স্রোতে ভেসে যায়। তবে ২টি গরুর মরদেহ ভাসতে দেখেন নৌ পুলিশের সদস্যরা। দুরে থেকে দেখা গরু দুটির মরদেহ দেখে অনেকে ধারনা করেছেন সেগুলো ভারতীয় গরু হতে পারে।


সরেজমিন ঘটনা স্থলে গিয়ে সেখানকার মানুষকে মন্তব্য করতে শোনা গেছে, নদীপথে ভারতের গরু চোরাই পথে বাংলাদেশে দেশে নেওয়ার পথে নদীর ঢেউ কিংবা স্রোতে রাখালসহ গরুগুলো মরে যেতে পারে বলে।


সেখানকার একজন কৃষক আব্দুল আলিম ও মৎস্য শিকারি আব্দুল মান্নান জানান, ভাসমান অবস্থায় তারা দেখতে পেয়ে গনমাধ্যম কর্মীসহ পুলিশকে অবগত করেন।


বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল ইসলাম জানান, বিষয়টি জানার পরে চারঘাট নৌ পুলিশকে অবগত করেন।


এদিন সন্ধ্যার পরে চারঘাট নৌ-পুলিশের ইন্সেপেক্টর বেলাল হোসেন জানান, সেখানে যাওয়ার পরে মানুষের মরদেহ দেখতে পাননি। তবে বড় আকারের দুটি গরুর মরদেহ দেখতে পেয়েছেন। এর আগে একজন মানুষের মরদেহ ও অপর একটি গরুর মরদেহ ভেসে গেছে বলে স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছেন।

শেয়ার করুন