নগরীতে একটি দোকানের গোডাউনের সামনে রাখা মালামালে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। শনিবার ভোর রাত সাড়ে ৩টার সময় নগরীর আলুপট্টির মোড় ইলেকট্রনিক্স প্লাজার শহীদুল ইসলামের গোডাউনে সামনে রাখা মালামালে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের স্টেশন অফিসার লতিফুর বারী বলেন, মশার কয়েল থেকে শহীদুল ইসলামের দোকানের মালামালে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ৩টা ৪৮ মিনিটে ঘটনাস্থলে পোছে আধা ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এতে প্রায় ১লাখ টাকার ক্ষতি হয়েছে।
দোকানের মালিক শহীদুল ইসলাম বলেন, সাদিয়া ভ্যারাইটি নামে আলুপট্টি মোড়ে আমার একটি দোকান রয়েছে। দোকানের ভেঙ্গে নতুনভাবে দোকান হবে বলে দোকানের মালামাল আমার গোডাউনের সামনে রাখা ছিলো। রাতে হঠাৎ খবর পাই আমার দোকানের মালামালে আগুন লেগেছে। তবে কিভাবে লেগেছে আমি তা ঠিক জানিনা। এতে প্রায় আমার ১২/১৩ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। আমি একদম নি:স্ব হয়েগেছি।