রাজধানীর বনশ্রীতে এক নারী সাংবাদিক এবং তার ভাইকে হেনস্তা ও মারধরের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ওই নারী সাংবাদিক বুধবার বিষয়টি তার ফেইসবুকে পোস্ট করলে বিষয়টি ভাইরাল হয়।
রামপুরা থানার ওসি আতাউর রহমান জানান, নিউ এজ পত্রিকার সাংবাদিক রাফিয়া তামান্না মামলা করার পর আইনশৃঙ্খলা বাহিনী তিনজনকে গ্রেপ্তার করেছে।
‘নিজের বাসার সামনে নিরাপদ না’ শিরোনামে ওই ফেইসবুক পোস্টে তামান্না লেখেন, কিছু ছেলে তাকে টিজ করায় তার ভাই সামনে গিয়ে দাঁড়ান। বখাটেরা তখন তর্ক জুড়ে দেয় এবং তার ভাইকে মারধর করে।
এরপর তামান্না ভাইকে রক্ষা করতে গেলে বখাটেরা তাকেও মারধর করে এবং শারীরিকভাবে হেনস্তা করে বলে অভিযোগ করেছেন তিনি।
র্যাব-৩ সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) সনদ বড়ুয়া জানান, রামপুরা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হওয়ার পর প্রধান অভিযুক্ত সোয়েব রহমান জিশানকে (২৫) মেরাদিয়া থেকে গ্রেপ্তার করা হয়।
পরে তার দেওয়া তথ্যে বেইলি রোড এলাকা থেকে রাইসুল ইসলাম (২১) এবং গেণ্ডারিয়া এলাকা থেকে কাউসার হোসেনকে (২১) গ্রেপ্তার করা হয়।
রাত থেকে সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান এ র্যাব কর্মকর্তা।