২৪ মে ২০২৫, শনিবার, ১০:২১:৫৪ অপরাহ্ন
রোববার সর্বদলীয় বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
  • আপডেট করা হয়েছে : ২৪-০৫-২০২৫
রোববার সর্বদলীয় বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা

দেশের বর্তমান পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে সর্বদলীয় বৈঠক আহ্বান করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামীকাল রোববার বিকেলে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’য় এ বৈঠক অনুষ্ঠিত হবে।


বৈঠকে অংশগ্রহণের জন্য জুলাইয়ের অভ্যুত্থান সমর্থনকারী রাজনৈতিক দলগুলোর প্রতিটি থেকে একজন করে প্রতিনিধি আমন্ত্রিত হয়েছেন। এরই মধ্যে আমার বাংলাদেশ (এবি) পার্টি বৈঠকে আমন্ত্রণ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।


দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু গণমাধ্যমকে জানান, “প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আমাদের জানানো হয়েছে যে, রোববার একটি বৈঠক অনুষ্ঠিত হবে। সময় এখনও নির্ধারণ হয়নি, তবে বিকেলের দিকে হতে পারে বলা হয়েছে।”


এদিকে, রোববারের বৈঠকের আগে শনিবার পৃথকভাবে বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধিদের সাথেও বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা। নির্ধারিত সূচি অনুযায়ী, সন্ধ্যা ৭টায় বিএনপির এবং রাত ৮টায় জামায়াতের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে।


রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, প্রধান উপদেষ্টার এই ধারাবাহিক বৈঠকগুলো দেশের চলমান রাজনৈতিক অচলাবস্থা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

শেয়ার করুন