২৮ মে ২০২৫, বুধবার, ১২:৪৮:৫৮ পূর্বাহ্ন
ঘরোয়া ট্রেবলে মৌসুম শেষ বার্সেলোনার, লেভানদোস্কির জোড়া গোল
  • আপডেট করা হয়েছে : ২৬-০৫-২০২৫
ঘরোয়া ট্রেবলে মৌসুম শেষ বার্সেলোনার, লেভানদোস্কির জোড়া গোল

দুই ম্যাচ হাতে থাকতেই ২৮তম লিগ শিরোপা নিশ্চিত করেছিল বার্সেলোনা। এবার জয় দিয়ে দারুণ এক মৌসুমের পর্দা নামালো তারা। অ্যাথলেটিক বিলবাওয়ের মাঠ সান মামেসে ৩-০ গোলের জয়ে জোড়া গোল করেন রবার্ড লেভানদোস্কি। এ জয়ে ঘরোয়া ট্রেবল (লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ) পূর্ণ করেছে বার্সেলোনা।


ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখাতে থাকে বার্সেলোনা। ১৪তম মিনিটে ১০০তম লিগ গোলটি করেন রবার্ট লেভানদোস্কি, বিলবাও গোলরক্ষক উনাই সিমনের ওপর দিয়ে নিখুঁত এক চিপ শটে বল জালে পাঠান তিনি। মাত্র তিন মিনিট পর আবারও গোলের দেখা পান এই পোলিশ ফরোয়ার্ড—রাফিনিয়ার কর্নার থেকে দারুণ এক হেডে স্কোরশিটে দ্বিতীয়বারের মতো নাম লেখান লেভানদোস্কি।


এই জোড়া গোলে লেভানদোস্কির মৌসুমের লিগে গোলসংখ্যা দাঁড়ায় ২৭টি এবং সব প্রতিযোগিতা মিলিয়ে ৪০টি।


প্রথমার্ধে বার্সার দাপট সত্ত্বেও গোল ব্যবধান কমানোর দুটি সুবর্ণ সুযোগ পেয়েছিল অ্যাথলেটিক বিলবাও। দুইবারই সুযোগ পান মারোয়ান সান্নাদি। তবে ২৪ বছর বয়সী এই ফরোয়ার্ড একবার ছয় গজ দূর থেকে লক্ষ্যভ্রষ্ট শট নেন এবং আরেকবার একেবারে একা বার্সা গোলরক্ষক ইনাকি পেনার মুখোমুখি হয়েও বল পোস্টের বাইরে পাঠান।


দ্বিতীয়ার্ধে হ্যাটট্রিকের কয়েকটি সুযোগ হাতছাড়া করেন লেভানদোস্কি।


যোগ করা সময়ের চতুর্থ মিনিটে বদলি খেলোয়াড় দানি ওলমো পেনাল্টি থেকে গোল করে বার্সার ৩-০ গোলের জয় নিশ্চিত করেন। 

এই জয়ে বার্সা লিগ শেষ করে ৮৮ পয়েন্ট নিয়ে। রিয়াল মাদ্রিদের থেকে ৪ পয়েন্ট এগিয়ে। হান্সি ফ্লিক বার্সার দায়িত্ব নেওয়ার প্রথম মৌসুমেই লা লিগা, কোপা দেল রে এবং স্প্যানিশ সুপার কাপ শিরোপা জিতিয়েছেন দলকে।


শেয়ার করুন