০১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ০৮:২৩:৩২ অপরাহ্ন
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ০১-০৭-২০২৫
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নগরীতে নানা আয়োজন পালন করা হয়েছে। মঙ্গলবার (১জুলাই) সকালে মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন পুলিশ কমিশনার আবু সুফিয়ান।

মঙ্গলবার সকালে সিএন্ডবি মোড় থেকে বের করা হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা। এরপর দিবসটি উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন আনুষ্ঠানিকতা পালন করা হয়।

অনুষ্ঠান শেষে পুলিশ কমিশনার জানান, জুলাই আন্দোলনের পর পুলিশ বাহিনীকে আবারও ঢেলে সাজানো হয়েছে। সবকিছু নতুন করে শুরু করা হয়েছে নাগরিকদের সর্বোচ্চ সেবা দিতে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সচেষ্ট রয়েছে পুলিশ।

এ সময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, জেলা প্রশাসক আফিয়া আক্তার, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শেয়ার করুন