০৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ০২:০৩:৩৩ অপরাহ্ন
‘নতুন বাংলাদেশ দিবস’ পালন না করতে প্রজ্ঞাপন
  • আপডেট করা হয়েছে : ০২-০৭-২০২৫
‘নতুন বাংলাদেশ দিবস’ পালন না করতে প্রজ্ঞাপন

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের দিন ৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে পালন করা হবে না। আজ বুধবার ‘নতুন বাংলাদেশ দিবস’ ঘোষণা করে জারি করা পরিপত্রটি বাতিল করে নতুন প্রজ্ঞাপন দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।


এর মাধ্যমে গত ২৫ জুন পরিপত্র জারি করা মন্ত্রিপরিষদ বিভাগের ‘নতুন বাংলাদেশ দিবস’ বিষয়ক পরিপত্রটি বাতিল করা হলো।


নতুন পরিপত্রে বলা হয়, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ সম্প্রতি ঘোষিত ৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ উদযাপন বা পালন না করার সিদ্ধান্ত নিয়েছে।


এ জন্য মন্ত্রিপরিষদ বিভাগের গত ২৫ জুন জারি করা পরিপত্রটি বাতিল করা হলো।

এ সিদ্ধান্ত যথাযথভাবে প্রতিপালনের জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়/বিভাগ/সংস্থাকে অনুরোধ জানানো হয়েছে পরিপত্রে।


শেয়ার করুন