২৭ জুলাই ২০২৫, রবিবার, ০৯:৫৯:৫৬ পূর্বাহ্ন
‘প্রতিটা সময়ের একটা সৌন্দর্য আছে’
  • আপডেট করা হয়েছে : ২৬-০৭-২০২৫
‘প্রতিটা সময়ের একটা সৌন্দর্য আছে’

প্রথম ছবি ‘ঊনপঞ্চাশ বাতাস’ মুক্তি পায় ২০২০-এ। পাঁচ বছর পর নতুন ছবিতে শার্লিন ফারজানা। পাশাপাশি নাটকও করছেন। অভিনেত্রীর সঙ্গে কথা বলেছেন কামরুল ইসলাম।


জীবন আমার বোন


কথাসাহিত্যিক মাহমুদুল হকের উপন্যাস ‘জীবন আমার বোন’ অবলম্বনে একই নামের ছবিটি বানাচ্ছেন এনায়েত করিম বাবুল। এরই মধ্যে প্রথম লটের শুটিং করেছেন শার্লিন। বলেন, ‘অভিজ্ঞতা বেশ ভালো। তাঁরা [নির্মাতারা] বেশ পরিপাটি কাজ করেন।


চিত্রনাট্য নিয়ে তাঁরা আগে থেকেই প্রিপেয়ার্ড। আরেকটা দিক হলো, ছবিটা তো উপন্যাস অবলম্বনে। তো গল্পটা যতটা সম্ভব অ্যাকুরেট রাখার চেষ্টা করছেন।’

কাকতাল কিংবা লাকি চার্ম


প্রথম ছবিতে শার্লিনের সহশিল্পী খায়রুল বাসার।


দ্বিতীয় ছবিতেও তিনি। কাকতালীয় ব্যাপারটিকে ভাগ্য মনে করছেন অভিনেত্রী। বাসারকে নিয়ে তাঁর ভাষ্য, ‘সম্ভবত ২০১৭ সালের দিকে বাসারের সঙ্গে প্রথম ছবির শুটিং করেছিলাম। এখনো সে একই রকম আছে। বাসার একজন উত্তম মানুষ।

এখনো সে ব্যক্তি হিসেবে সৎ, কাজের প্রতি নিষ্ঠাবান। আর প্রচুর হাসাতে পারে। ওর সঙ্গে শুটিং করা মানেই সারাক্ষণ হাসি-আড্ডায় সময় পার। আরেকটা বিষয় হলো, শোবিজে কাজ করা অনেকাংশেই ভাগ্যের ওপর নির্ভরশীল। কোনো প্রিপারেশন ছাড়াই শোবিজে এসেছিলাম। এখন দ্বিতীয় ইনিংসে মনে হচ্ছে, বাসার আমার জন্য লাকি চার্ম।’


 

নতুন নাটক


চলচ্চিত্রের পাশাপাশি নাটকেও সরব হচ্ছেন শার্লিন। বলেন, ‘দুটি নাটক নিয়ে কথা হয়েছে। আগস্টের মাঝামাঝিতে শুটিং করব। সামনে কাজ করে যাব। প্ল্যাটফর্ম না, আমি গল্প দেখব। গল্প ভালো হলেই সে কাজটা করব।’ 


ওটিটির অপেক্ষা


ওটিটিতে অভিনয়ের আগ্রহ রয়েছে শার্লিনের। তবে ইদানীং এ মাধ্যমে কাজ কমে গেছে বলে মনে করেন তিনি। তাঁর ভাষ্য, ‘ওটিটিতে খুব বেশি কাজ কি হচ্ছে? দু-একটা প্ল্যাটফর্ম নিয়মিত কনটেন্ট বানাচ্ছে, তাও বছরে একটি বা দুটি। ওটিটিতে যাঁরা জনপ্রিয়, তাঁদের অনেকেই কাজ পাচ্ছেন না। এর মধ্যে আমিই বা কিভাবে আশা করি!’


চাপহীন ব্যস্ততা


বছর কয়েক আগে নিয়মিত কাজ করেছেন শার্লিন। এখন পরিবার নিয়ে তাঁর ব্যস্ততা। ফেলে আসা সময় নিয়ে তাঁর মন্তব্য, ‘প্রতিটা সময়ের একটা সৌন্দর্য আছে। সে সময়টা এক রকম সুন্দর ছিল, এখনকারটা আরেক রকম। তা ছাড়া এখনো আমি ২৪ ঘণ্টাই ব্যস্ত। তবে ওই সময়ে ব্যস্ততার সঙ্গে আলাদা চাপও ছিল। এত নাটক করতে হবে, চলচ্চিত্র করতে হবে—এ রকম প্রেশার অনুভব করতাম। এখন সে চাপ নেই।’ 


নেই পরিকল্পনা


সামনে কী করবেন, কত দিন অভিনয় করবেন, এসব নিয়ে পরিকল্পনা করেন না শার্লিন। তিনি মনে করেন, দিনশেষে নিয়তির নিয়মেই সব ঘটে। ‘আগেও যেমন প্ল্যান ছিল না, এখনো নেই। শোবিজই আমাকে ডেকে এনেছে, তাই কাজ করছি। তো যত দিন দর্শকের কাছে গ্রহণযোগ্যতা থাকবে, নির্মাতা-প্রযোজকদের ভালো গল্পে আমাকে প্রয়োজন পড়বে, তত দিন অভিনয় করে যাব—বললেন শার্লিন।


শেয়ার করুন