যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ১০ দিনের সময় দিয়েছেন। তিনি বলেছেন, ‘ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ বন্ধে এখন থেকে মাত্র ১০ দিন বাকি। এর মধ্যে কোনো অগ্রগতি না হলে যুক্তরাষ্ট্র মস্কোর ওপর শুল্ক আরোপ শুরু করবে, পাশাপাশি অন্যান্য পদক্ষেপও নেবে।’ বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে গতকাল বুধবার এই তথ্য জানানো হয়।
এর আগে গত সোমবার ট্রাম্প বলেছিলেন, তিনি প্রাথমিকভাবে যে ৫০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন, তা কমিয়ে ১০ থেকে ১২ দিনে নিয়ে আসবেন। গত মঙ্গলবার তিনি সাংবাদিকদের জানান, রাশিয়ার কাছ থেকে তিনি এখনো কোনো প্রতিক্রিয়া পাননি।
এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞায় তেলের বাজারে প্রভাব বা দাম নিয়ে তিনি খুব বেশি চিন্তিত নন। তেমন কিছু হলে দেশীয় তেল উৎপাদন বাড়িয়ে পরিস্থিতি সামলানোরও আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘আমি জানি না এটা রাশিয়ার ওপর প্রভাব ফেলবে কি না, কারণ (রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন) যে যুদ্ধ চালিয়ে যেতে চাইছেন তা স্পষ্ট।
কিন্তু আমরা শুল্ক এবং অন্য যা যা ব্যবস্থা নেওয়া যায়, নেব।’
এদিকে ট্রাম্প সময় বেঁধে দেওয়ার পর এই বিবৃতির বিষয়ে ‘নোট নেওয়া’ হয়েছে বলে জানিয়েছে ক্রেমলিন। এক সম্মেলনে সাংবাদিকরা ট্রাম্পের এই বক্তব্য সম্পর্কে জানতে চাইলে সংক্ষিপ্ত মন্তব্য করে ক্রেমলিন।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যের নোট নিয়েছি।
বিশেষ সামরিক অভিযান (ইউক্রেনে) অব্যাহত আছে।’ তিনি আরো বলেন, ‘ইউক্রেনের চারপাশের সংঘাত নিরসন এবং আমাদের স্বার্থ নিশ্চিত করার জন্য আমরা একটি শান্তিপ্রক্রিয়ার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।’