০২ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার, ১১:০৮:৩৪ অপরাহ্ন
সরকারি টিচার্স ট্রেনিং কলেজে বৃত্তির সংখ্যা ও কোটা পুনর্নির্ধারণ
  • আপডেট করা হয়েছে : ০২-০৯-২০২৫
সরকারি টিচার্স ট্রেনিং কলেজে বৃত্তির সংখ্যা ও কোটা পুনর্নির্ধারণ

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী দেশের ১৪টি সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজে (টিটিসি) ২০২৫-২৬ অর্থবছরের জন্য রাজস্ব খাতভুক্ত পেশামূলক উপবৃত্তির সংখ্যা ও কোটা পুনর্নির্ধারণ করা হয়েছে।


মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খানের স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।


নতুন বণ্টন অনুযায়ী, ঢাকা সরকারি টিচার্স ট্রেনিং কলেজে ৫৮০ জন, ফেনীতে ৪১ জন, ময়মনসিংহ কলেজে ৪৪৬ জন এবং ময়মনসিংহ মহিলা টিচার্স ট্রেনিং কলেজে ১৫৩ জন শিক্ষার্থী বৃত্তি পাবে।


এ ছাড়া কুমিল্লায় ২১৫ জন, খুলনায় ১৫০ জন, রাজশাহীতে ৩১৬ জন, চট্টগ্রামে ২১৮ জন, রংপুরে ৪০১ জন, যশোরে ১৯১ জন, পাবনায় ৮৫ জন, সিলেটে ৩৯ জন, ফরিদপুরে ৬০ জন এবং বরিশালে ১৬৭ জন শিক্ষার্থী রাজস্ব খাতভুক্ত উপবৃত্তি পাবেন।


সব মিলিয়ে বৃত্তি পাবেন ৩ হাজার ৬২ জন।

এতে আরও বলা হয়েছে, চলতি অর্থবছরের রাজস্ব বাজেটের ‘১২৫০২০১-১০৮৭৬২-৩৮২১১১৭’ বৃত্তি/মেধাবৃত্তি খাত থেকে এই বৃত্তির ব্যয় নির্বাহ করা হবে। এ উপবৃত্তি এক বছরের জন্য দেওয়া হবে বলেও জানানো হয়েছে।


অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, পেশামূলক উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা আগামী ১৮ সেপ্টেম্বরের মধ্যে প্রকাশ করতে হবে।


তালিকার একটি হার্ড কপি মহাপরিচালকের কাছে এবং সফট কপি ই-মেইলে ([email protected]) পাঠাতে হবে।

নির্বাচিত শিক্ষার্থীদের তথ্য এমআইএস সফটওয়্যারে যথাসময়ে এন্ট্রি করার জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। তথ্য পূরণের জন্য নির্ধারিত লিংকের ঠিকানা হলো: scholarship.dshe.gov.bd/DSHE-MIS/login।


শেয়ার করুন