২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৬:২৮:২৯ অপরাহ্ন
আমাদের সেই ক্ষমতা আছে: তাসকিন
  • আপডেট করা হয়েছে : ০৫-১১-২০২২
আমাদের সেই ক্ষমতা আছে: তাসকিন

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে পাকিস্তানের সমর্থন করেছিল বাংলাদেশ। কারণ এতে সেমিফাইনালে টিকে থাকার লড়াইয়ে লাভ ছিল টাইগারদের। কিন্তু এবার মনেপ্রাণে পাকিস্তানের পরাজয় চায় বাংলাদেশি সমর্থকরা।

কারণ এবার বাবর আজমের দলের বিপক্ষেই খেলবে সাকিব বাহিনী। যে কোনো মূল্যেই হোক পাকিস্তানকে হারাতেই হবে।  নইলে বিদায়ঘণ্টা বাজবে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে।

এর আগে ভারতের বিপক্ষে জয় পেলে সেটা অঘটন হবে মন্তব্য করে মাঠে নেমেছিলেন বাংলাদেশ অধিনায়ক। কিন্তু এবার এমনটি বললেন না এ মুহূর্তে বাংলাদেশের সেরা পেসার তাসকিন আহমেদ।

তিনি জানালেন, অন্তত বোলিংয়ে পাকিস্তানকে কম রানে বেঁধে ফেলার ক্ষমতা আছে টাইগারদের।

টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে যাচ্ছেন তাসকিন। বাংলাদেশের দুই জয়ের নায়কই তিনি। ভারতের বিপক্ষে ম্যাচে মাত্র ১৫ রান দিয়েছিলেন তিনি। 

যে কারণে সাংবাদিকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে এখন তাসকিন। তার আরেকটি আগুনে বোলিংয়ের জন্য অপেক্ষায় রয়েছেন সবাই।

তাই অ্যাডিলেডে রোলটন ওভালে টাইগারদের ঘাম ঝরা অনুশীলনের মাঝে তাসকিনকে ঘিরে ধরেন বাংলাদেশি সাংবাদিকরা। 

শেষ ম্যাচের পরিকল্পনা জানতে তাকে প্রশ্ন করা হলে তাসকিন বলেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে আগে থেকে কিছু বলা কঠিন। ওদের যদি আমরা ১৫০-১৬০-এর মধ্যে আটকে রাখতে পারি, তাহলে ভালো কিছু হতে পারে। আমাদের সেই ক্ষমতা আছে।’  

পাকিস্তানের বিপক্ষে ভালোর খেলার প্রত্যয় জানিয়ে এ ডানহাতি পেসার বলেন, ‘ তারা অবশ্য দল অনুযায়ী এগিয়ে রয়েছে। পাকিস্তান যে ভালো দল তা নতুন করে কিছু বলার নেই। তাদের বিপক্ষে আমাদের ভালো খেলেই জিততে হবে। আমাদের লক্ষ্য একটাই, নিজেদের উন্নতি করা। ভালো খেলা।’ 

বাংলাদেশ ভালো খেলবে এমন প্রত্যয় ব্যক্ত করার কারণও জানালেন তাসকিন।

এ পেসার বললেন, ‘আমাদের ব্যাটাররা ১৬ ওভারে দেড়শ ছোঁয়া রান করেছে। আমাদের বোলিং ভালো হয়েছিল। লিটন স্মার্ট ব্যাটিং করেছে। ভারতের মতো বিশ্বমানের দলের বিপক্ষে এই পারফরম্যান্স আমাদের বাড়তি অনুপ্রেরণা দিচ্ছে।’

সেরা খেলাটা দেখাতে পারলে এবং অলৌকিক কিছু ঘটে গেলে সেমিফাইনালে উঠে যাওয়া অসম্ভব নয় বলে মন্তব্য করেছেন তাসকিন।  তবে আপাতত সেমিফাইনাল নিয়ে না ভেবে পাকিস্তান ম্যাচ নিয়েই যত ভাবনা তার।

তিনি বললেন, ‘গ্রুপের বেশির ভাগ ম্যাচই ইন্টারেস্টিং হচ্ছে। যা কিছু ঘটতে পারে। আমরা আগে ম্যাচ জিততে চাইবো। পরে কী হয় দেখা যাবে। দলের মেইন লক্ষ্য জেতা। সেমিফাইনালে যেতে কী হবে না হবে সেসব নিয়ে অনেক হিসাব-নিকাশ আছে। ওসব নিয়ে এখন ভাবছি না।’

প্রসঙ্গত, আগামীকাল সোমবার বাংলাদেশ সময় সকাল ১০টায় এডিলেড ওভালে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

শেয়ার করুন