০৪ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ০৩:১৪:৫৫ অপরাহ্ন
অর্থের অভাবে রেস্তোরাঁ বন্ধ? মুখ খুললেন শিল্পা শেঠি
  • আপডেট করা হয়েছে : ০৪-০৯-২০২৫
অর্থের অভাবে রেস্তোরাঁ বন্ধ? মুখ খুললেন শিল্পা শেঠি

বান্দ্রায় শিল্পা শেঠির রেস্তোরাঁ বন্ধ হয়ে যাচ্ছে- এমন খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ খবরে ভক্তদের পাশাপাশি অনেক তারকাকেও হতাশা প্রকাশ করতে দেখা যায়। কারণ এটি ছিল একটি আইকনিক জায়গা, যেখানে সেলিব্রিটিরাও প্রায়ই আসতেন। রেস্তোরাঁটি ছিল বেশ জনপ্রিয় ও লাভজনক একটি প্রতিষ্ঠান।


তবে হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিলেন শিল্পা?

এ বিষয়ে অবশেষে মুখ খুলেছেন শিল্পা শেঠি। তিনি একটি ভিডিও শেয়ার করে বিস্তারিত জানান এবং স্পষ্ট করে জানান যে আর্থিক সমস্যার কারণে এটি বন্ধ হচ্ছে না। বরং একই জায়গায় তিনি একটি নতুন দক্ষিণ ভারতীয় রেস্তোরাঁ চালু করতে যাচ্ছেন। এবং সকলের প্রিয় ‘বাস্টিয়ান’ এবার জুহুতে চালু করা হচ্ছে।



 

রেস্তোরাঁটির অফিশিয়াল পেজ থেকেও একটি বিবৃতি দেওয়া হয়। সেখানে লেখা ছিল, “আপনারা যখন গুজব ছড়াতে ব্যস্ত, আজ বাস্টিয়ানে আমরা পরিবেশন করছি ‘দ্য রিয়েল টি’। বান্দ্রা ছিল আমাদের শুরু, আর সেই অধ্যায় শেষ হলেও সামনে অপেক্ষা করছে নতুন দুটি গল্প। ব্র্যান্ডটি প্রবেশ করছে নতুন এক যুগে।


আমাদের ফ্ল্যাগশিপ ‘বাস্টিয়ান বান্দ্রা’, যা থেকে সবকিছুর শুরু, আমরা শিগগিরই রন্ধনশিল্পের নতুন ও রোমাঞ্চকর অধ্যায় উন্মোচন করতে চলেছি।”


 

অক্টোবরের মাঝামাঝি থেকে বান্দ্রার সেই জায়গাতেই খুলবে একেবারে নতুন এক রেস্তোরাঁ, যেখানে দক্ষিণ ভারতের খাবারের ঐশ্বর্য তুলে ধরা হবে। একই সঙ্গে জুহুতেও খুব শিগগিরই আসছে বাস্টিয়ানের নতুন শাখা। বৃহস্পতিবার বান্দ্রার রেস্তোরাঁটি শেষবারের মতো গ্রাহকদের জন্য খাবার পরিবেশন করবে।


শেয়ার করুন