০৬ অক্টোবর ২০২৫, সোমবার, ১২:৫৭:২৬ পূর্বাহ্ন
রাজশাহীতে ১ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
  • আপডেট করা হয়েছে : ২৪-০৯-২০২৫
রাজশাহীতে ১ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

রাজশাহী মহানগরের রাজপাড়া থানা এলাকা থেকে ১ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫।


দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় আনতে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় গতকাল (২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে রাজশাহীর সদর কোম্পানির একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী মহানগরের রাজপাড়া থানার সিএনবি কালেক্টরেট মাঠের সামনে অভিযান চালায়। এ সময় ১০০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি মোবাইল ফোন ও একটি সিমসহ মাদক কারবারি মো. সুইট (৩১)-কে গ্রেপ্তার করা হয়। সে রাজশাহী মহানগরের রাজপাড়া থানার শ্রীরামপুর (টি-বাঁধের ধার) গ্রামের মো. লিটনের ছেলে।


তাৎক্ষণিক সাক্ষীদের সামনে জিজ্ঞাসাবাদে ওই মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রির কথা স্বীকার করে।


স্থানীয় জিজ্ঞাসাবাদে আরও জানা যায় যে, মাদক ব্যবসায়ী সুইট দীর্ঘদিন ধরে বিভিন্ন উপায়ে অবৈধভাবে ট্যাপেন্টাডল ট্যাবলেট সংগ্রহ করে আসছিল এবং ঘটনাস্থলসহ বিভিন্ন এলাকায় সেগুলো বিক্রি করত। র‍্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে রাজশাহী মহানগরের রাজপাড়া থানায় নিয়মিত মাদক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


শেয়ার করুন