০৬ অক্টোবর ২০২৫, সোমবার, ০৪:২৯:৫৮ পূর্বাহ্ন
রাজশাহীতে আরএমপির অভিযানে ১৪ জন গ্রেপ্তার
  • আপডেট করা হয়েছে : ২৬-০৯-২০২৫
রাজশাহীতে আরএমপির অভিযানে ১৪ জন গ্রেপ্তার

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ১৪ জনকে আটক করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও অপরাধ দমন কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়।


আরএমপি সূত্রে জানা গেছে, মহানগরীর বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালানো হয়। এতে ওয়ারেন্টভুক্ত ৩ জন, মাদক মামলায় ৬ জন এবং অন্যান্য মামলায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে কয়েকজন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন বলে জানিয়েছে পুলিশ।


রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তারা জানান, নিয়মিত অভিযান চালিয়ে অপরাধীদের আইনের আওতায় আনা হচ্ছে। বিশেষ করে মাদকবিরোধী অভিযানে কঠোর অবস্থানে রয়েছে আরএমপি। এরই ধারাবাহিকতায় সম্প্রতি মাদক মামলার আসামিদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।


গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের আদালতে প্রেরণ করা হবে।


পুলিশের পক্ষ থেকে জানানো হয়, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন