০৫ অক্টোবর ২০২৫, রবিবার, ০৪:১৮:৪৮ পূর্বাহ্ন
শাহমখদুম থানায় ওপেন হাউজ ডে: পুলিশ-জনতার আস্থার সেতুবন্ধন
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ২৯-০৯-২০২৫
শাহমখদুম থানায় ওপেন হাউজ ডে: পুলিশ-জনতার আস্থার সেতুবন্ধন

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উদ্যোগে শাহমখদুম থানায় অনুষ্ঠিত হয়েছে ওপেন হাউজ ডে। সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৫টায় থানায় এই আয়োজন অনুষ্ঠিত হয়।


স্থানীয় বাসিন্দাদের সরাসরি অংশগ্রহণে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহমখদুম থানার অফিসার ইনচার্জ (ওসি) মাছুমা মুস্তারী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহমখদুম বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ রিয়াজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ কমিশনার এসএম ফারুক হোসেন।


অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দারা সরাসরি তাদের বিভিন্ন অভিযোগ, পরামর্শ ও সমস্যার কথা অতিথিদের সামনে তুলে ধরেন। পুলিশ কর্মকর্তারা মনোযোগ সহকারে সকল বক্তব্য শোনেন এবং প্রতিটি বিষয়ের যথাযথ সমাধানের আশ্বাস দেন।


স্থানীয়দের সক্রিয় অংশগ্রহণ এবং পুলিশের আন্তরিকতাপূর্ণ মনোভাব এই আয়োজনকে প্রাণবন্ত করে তোলে। বাসিন্দারা জানান, এ ধরনের উদ্যোগ আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং থানার সঙ্গে জনগণের সম্পর্ক আরও দৃঢ় হবে।


অনুষ্ঠান শেষে স্থানীয় বাসিন্দারা এই ধরনের আয়োজনের প্রশংসা করেন এবং নিয়মিত এমন উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

শেয়ার করুন