রাজশাহী মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমন কার্যক্রমের অংশ হিসেবে বিশেষ অভিযান পরিচালনা করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। এ অভিযানে বিভিন্ন অভিযোগে মোট ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আরএমপি সূত্রে জানা গেছে, থানা পুলিশ ও গোয়েন্দা বিভাগের (ডিবি) সমন্বিত অভিযানে মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এতে ওয়ারেন্টভুক্ত ১০ জন, মাদক মামলার আসামি ২ জন এবং অন্যান্য মামলার অভিযোগে আরও ৯ জনকে আটক করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। আরএমপি কর্তৃপক্ষ জানিয়েছে, নগরীতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধ দমন কার্যক্রমকে আরও জোরদার করতে এমন অভিযান নিয়মিতভাবে চলবে।