০৭ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ১২:০৩:৪৪ পূর্বাহ্ন
সদরঘাটের পাইকারি বাজারে আগুন, এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
  • আপডেট করা হয়েছে : ০৬-১০-২০২৫
সদরঘাটের পাইকারি বাজারে আগুন, এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

রাজধানীর সদরঘাটের পাইকারি বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৬ অক্টোবর) সকাল ৮টা ৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 


ঘটনার বিষয়ে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম। তিনি জানান, অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।


শেয়ার করুন